Wednesday, October 8, 2025

চুক্তি শেষ, ৬ ফেব্রুয়ারি পারমাণবিক হামলা চালাতে পারেন পুতিন!

আরও পড়ুন

সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ভাসছে যে আগামী ৬ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পারমাণবিক হামলা চালাতে পারেন। এই খবরটি ২০২৪ সালের ৫ ফেব্রুয়ারি শেষ হতে যাওয়া রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ‘নিউ স্টার্ট’ নামের পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তিকে কেন্দ্র করে ছড়িয়ে পড়েছে। বিশ্লেষকরা মনে করছেন, চুক্তিটির মেয়াদ শেষ হলে পুতিনের পারমাণবিক অস্ত্র ব্যবহারের পথে আর কোনো বাধা থাকবে না।

পুতিনের প্রস্তাব ও ট্রাম্পের প্রতিক্রিয়া
এই আলোচনাটি মূলত পুতিনের একটি প্রস্তাবকে ঘিরে শুরু হয়েছে। সম্প্রতি মস্কোতে নিরাপত্তা পরিষদের এক বৈঠকে পুতিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এই চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানোর প্রস্তাব দিয়েছেন। তিনি বলেন, যদি যুক্তরাষ্ট্র একই পথে হাঁটে, তাহলে রাশিয়া এই বাড়তি সময়সীমা মেনে চলতে প্রস্তুত।

আরও পড়ুনঃ  শেখ হাসিনার নতুন ফোনালাপ, নিজেকে প্রধানমন্ত্রী দাবি

পুতিনের এই প্রস্তাবের পর হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি একটি বিবৃতি দিয়েছেন। তিনি বলেন, “পুতিনের প্রস্তাবটি শুনতে ভালো লাগছে, তবে এ বিষয়ে চূড়ান্ত মন্তব্য করবেন প্রেসিডেন্ট নিজেই।” ট্রাম্পও জুলাই মাসে ইঙ্গিত দিয়েছিলেন যে তিনি এই চুক্তির বর্তমান সীমা বজায় রাখতে আগ্রহী। তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

নিউ স্টার্ট চুক্তি কী?
২০১০ সালে স্বাক্ষরিত এই চুক্তিটি ছিল যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থা। এই চুক্তিতে প্রতিটি দেশের মোতায়েনকৃত পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা ১,৫৫০ এবং ডেলিভারি ভেহিকেল, ক্ষেপণাস্ত্র, সাবমেরিন ও বোমারু বিমানের সংখ্যা ৬০০-এর মধ্যে সীমিত রাখার বাধ্যবাধকতা রয়েছে। বিশেষজ্ঞদের মতে, যদি এই সীমা উঠে যায়, তাহলে পুতিন তার ইচ্ছেমতো পারমাণবিক অস্ত্র মজুদ করতে পারবেন এবং উভয় দেশেই নতুন করে অস্ত্র প্রতিযোগিতা শুরু হবে।

আরও পড়ুনঃ  হোস্টেলে মেডিকেলছাত্রীর মরদেহ উদ্ধার, পাশে ছিল চিরকুট

পুতিন জানিয়েছেন, বিশ্বব্যাপী অস্ত্র বিস্তার রোধ এবং পারমাণবিক ভারসাম্য রক্ষার স্বার্থে রাশিয়া এই উদ্যোগ নিয়েছে। তবে তিনি সতর্ক করে দিয়েছেন যে, যুক্তরাষ্ট্র যদি সমান পদক্ষেপ না নেয় অথবা নতুন কোনো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা প্রকল্প চালু করে, তাহলে এই প্রস্তাব কার্যকর থাকবে না।

চুক্তি নবায়ন কেন জরুরি?
রুশ সিনেটর কনস্টান্টিন কোসাচোভ মনে করেন, পুতিনের এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রকে নতুন অস্ত্র নিয়ন্ত্রণ আলোচনায় বসার জন্য একটি আহ্বান। তিনি আশা করেন, ওয়াশিংটন এই সংকেতকে গুরুত্ব দেবে।

আরও পড়ুনঃ  ৩ হাজার বছরের পুরনো ইতিহাস লুকিয়ে আছে ‘@’ চিহ্নে

অনেকে পুতিনের এই প্রস্তাবকে ‘শিয়ালের খেলা’ হিসেবে দেখছেন। তারা মনে করছেন, এটি নিজের কার্যসিদ্ধি হাসিল করার একটি প্রক্রিয়া। যদি ট্রাম্প এই প্রস্তাবে রাজি হন, তাহলে পুতিন শান্তির পথে হাঁটবেন। আর যদি উল্টো কিছু ঘটে, তবে পুতিনও নতুন খেলার মাঠ পাবেন।

তবে সব জল্পনা বাদ দিয়ে বিশ্লেষকরা বলছেন, মস্কো একই সঙ্গে অস্ত্র নিয়ন্ত্রণ এবং ইউক্রেন যুদ্ধের সমাপ্তির জন্য ট্রাম্প প্রশাসনের সঙ্গে একটি সমঝোতার পথ খুঁজছে। বিশ্ব এখন হোয়াইট হাউসের সিদ্ধান্তের দিকে নজর রাখছে।

আপনার মতামত লিখুনঃ

জনপ্রিয় সংবাদ