Friday, August 22, 2025

বিএনপি’র যে আচরণকে কঠিনভাবে প্রশ্নবিদ্ধ করেছেন জয়

আরও পড়ুন

অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় নিয়মিতই সামাজিক মাধ্যমে নানা সমসাময়িক বিষয়ে মতামত প্রকাশ করেন। এবার দেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও দলগুলোর অবস্থান নিয়ে একটি বিশ্লেষণধর্মী লেখা দিয়েছেন তিনি।

বুধবার নিজের ফেসবুকে জয় লেখেন, বিদেশে অবস্থানরত ভদ্রলোকদের সঙ্গে আলাপচারিতায় তিনি লক্ষ্য করেছেন, তারা নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনুসকে বেশ পছন্দ করছেন এবং বিএনপিকে ভবিষ্যতে ক্ষমতায় দেখতে আগ্রহী। তবে তারা মনে করছেন, আওয়ামী লীগকে সম্পূর্ণ বাদ দিয়ে কোনো নির্বাচনের গ্রহণযোগ্যতা থাকবে না, বরং এতে ভবিষ্যতে আরও বিভক্তি তৈরি হবে।

আরও পড়ুনঃ  শেষ মুহূর্তে ধরা খেয়ে গেলেন শারিদা

তার ভাষ্য মতে, প্রবাসীরা মনে করছেন সংসদে এনসিপি ও জামায়াতকে অন্তত ১০০ আসনে প্রতিনিধিত্ব করতে দেওয়া উচিত। একই সঙ্গে তারা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের দাবি, ইউনুস সরকারের দায়িত্ব থাকলেও জনসমর্থনের ঘাটতির কারণে আইনশৃঙ্খলা পুরোপুরি নিয়ন্ত্রণে আসছে না। এজন্য তারা ড. ইউনুসকে আরও সময় দেওয়ার পক্ষে।

জয় আরও লেখেন, সেনাবাহিনীর ভূমিকা নিয়ে বিদেশি পর্যবেক্ষকদের মাঝে কিছুটা সংশয় রয়েছে। এনসিপির প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন অনেকে, কারণ বড় আন্দোলনের ফ্রন্টলাইনে থেকে নেতৃত্ব দিয়েছে এই দল। তবে তাদের কিছু বক্তব্য ও কার্যকলাপে অনেকেই বিরক্ত। অন্যদিকে জামায়াতের শৃঙ্খলাবদ্ধ ভূমিকা প্রশংসিত হলেও স্বাধীনতা যুদ্ধের প্রশ্নে এখনো বড় ধরণের দ্বিধা রয়ে গেছে। বিএনপির শীর্ষ নেতৃত্বের বক্তব্যে সন্তুষ্টি থাকলেও মাঠ পর্যায়ের কর্মীদের আচরণে অনেকেই অতিষ্ঠ—এখানেই একটি বড় ফাঁক থেকে যাচ্ছে।

আরও পড়ুনঃ  শেখ হাসিনার অবস্থান জানিয়ে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন

বিএনপির প্রসঙ্গে জয় বলেন, “যেখানে তারেক রহমান বলছেন প্রতিশোধ নয়, প্রতিরোধ নয়—সেখানে অনেক কর্মী উল্টো প্রতিশোধ ও প্রতিরোধের প্রস্তুতি নিয়ে রেখেছেন। হাই কমান্ডের নির্দেশনা অমান্য করে তারা যদি নির্বাচনের আগে এমন আচরণ করে, তবে নির্বাচনে জয়ী হলে তাদের ভূমিকা আরও প্রশ্নবিদ্ধ হয়ে উঠবে।”

সবশেষে নিজের বিশ্লেষণ প্রসঙ্গে জয় লেখেন, “আমি কোনো বিশেষজ্ঞ নই, সাধারণ একজন মানুষ। এটাকে আমার ব্যক্তিগত মতামত হিসেবে দেখা উচিত। যদি কারও মনে কষ্ট দিয়ে থাকি, আমি ক্ষমাপ্রার্থী। তবে আশা করি, আমার লেখার ভালো দিকগুলো থেকে অনেকে উপকৃত হতে পারবেন।”

আরও পড়ুনঃ  ‘গণহত্যায় উসকানিদাতা কবি-সাহিত্যিক, সাংবাদিকদেরও বিচারের আওতায় আনা হবে’

উল্লেখ্য, গেল ঈদুল ফিতরে শাহরিয়ার নাজিম জয় অভিনয় ও নির্মাণ করেছেন ওয়েব সিরিজ ‘পাপ কাহিনী’-তে। এতে তার সঙ্গে অভিনয় করেছেন রুনা খান, মৌসুমী মৌ, তানজিয়া মিথিলা প্রমুখ।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ