Friday, August 15, 2025

৬ বছর পর এবারই প্রথম এমন দিন দেখল পাকিস্তান

আরও পড়ুন

দীর্ঘ ৬ বছরের অপেক্ষার অবসান ঘটল ওয়েস্ট ইন্ডিজের। ত্রিনিদাদে বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় ওয়ানডেতে ডাকওয়ার্থ-লুইস (ডিএল) পদ্ধতিতে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে তিন ম্যাচ সিরিজে ১-১ সমতা ফেরাল শাই হোপের নেতৃত্বাধীন দলটি।

এতে ২০১৯ সালের পর প্রথমবার ওয়ানডেতে দ্য গ্রিন ম্যানদের বিপক্ষে জয় পেল ক্যারিবীয়রা। এছাড়া পাকিস্তানের চলতি সফরে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় বড় সাফল্য এটি। টি-টোয়েন্টি সিরিজেও ৮ বছরের জয়খরা কাটিয়ে পাকিস্তানকে হারিয়েছিল ক্যারিবিয়ানরা।

ব্রায়ান লারা স্টেডিয়ামে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৩৫ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭১ রান তুলে সফরকারীরা। তবে বৃষ্টিআইনে ক্যারিবীয়দের লক্ষ্য দাঁড়ায় ১৮১ রান।

আরও পড়ুনঃ  মিলেছে জাহাজে নিহ*তদের পরিচয়, কাগজে যা লিখেছেন বেঁচে থাকা ব্যক্তি

লক্ষ্য তাড়ায় নেমে শুরুটা মোটেই ভালো হয়নি ওয়েস্ট ইন্ডিজের। মাত্র ১২ রানের মধ্যে ফেরেন দুই ওপেনার। দুই ওপেনারকেই উইকেটের পেছনে ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরান হাসান আলী। তিনে নামা কেসি কার্টিও বেশিক্ষণ টিকতে পারেননি।

এরপর রাদারফোর্ডকে নিয়ে ৫৪ রানের জুটি গড়েন অধিনায়ক হোপ। তবে এই জুটি ভাঙেন নওয়াজ। হোপকে ৩২ রানে ফেরানোর পর পরের ওভারে ৪৫ রান করা রাদারফোর্ডকেও ফেরান এই স্পিনার।

দলীয় ১০৭ রানে পঞ্চম উইকেট হারানোর পর ম্যাচের নিয়ন্ত্রণ নেন চেজ ও কেভিন গ্রিভস জুটি। তাদের ৭২ বলে ৭৭ রানের পার্টনারশিপে ১০ বল বাকি থাকতেই জয়ের বন্দরে নোঙ্গর করে স্বাগতিক দল। চেজ ৪৭ বলে ৪৯ এবং গ্রিভস ৩১ বলে ২৬ রানে অপরাজিত থাকেন।

আরও পড়ুনঃ  ‘আমার বাবার লাশের এক টুকরো মাংস চাই’

এর আগে, টস হেরে ব্যাট করতে নেমে ছন্দহীন ব্যাটিং দেখায় পাকিস্তান৷ দলটির হয়ে কেউই ক্রিজে থিতু হতে পারেননি। ৩০ বলে সর্বোচ্চ ৩৬ রানের অপরাজিত ইনিংস খেলেন হাসান নাওয়াজ। এছাড়া হুসাইন তালাত ৩১ রান করেন। বাকিরা সেভাবে কার্যকরী ভূমিকা রাখতে পারেননি।

সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান: ৩৫ ওভারে ১৭১/৭
(নওয়াজ ৩৬*, তালাত ৩১, শফিক ২৬; সিলস ৩/২৩)।
ওয়েস্ট ইন্ডিজ: ৩৩.২ ওভারে ১৮৪/৫
(চেজ ৪৯*, রাদারফোর্ড ৪৫, হোপ ৩২; নাওয়াজ ২/১৭)।
ফল: ওয়েস্ট ইন্ডিজ ৫ উইকেটে জয়ী (ডিএল মেথড)।
ম্যান অব দ্য ম্যাচ: রোস্টন চেজ।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ