পাশের দেশ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তার বা এ সম্পর্কীত তথ্যদাতার জন্য ঘোষিত পুরস্কারের পরিমাণ দ্বিগুণ করে ৫০ মিলিয়ন মার্কিন ডলার নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র। গত জানুয়ারিতে ট্রাম্প প্রশাসনের ঘোষিত ২৫ মিলিয়ন ডলারের পুরস্কারকে দ্বিগুণ করেছে বর্তমান সরকার।
যুক্তরাষ্ট্রের দাবি, প্রেসিডেন্ট মাদুরো বিশ্বের অন্যতম বড় মাদক পাচারকারী এবং ফেন্টানিল মেশানো কোকেন আমেরিকায় ঢুকিয়ে দেশটির নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করছেন। মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি বৃহস্পতিবার এক ভিডিওবার্তায় বলেন, ‘মাদুরো ট্রেন ডে আরাগুয়া, কার্টেল অফ দ্য সানস এবং মেক্সিকোর কুখ্যাত সিনালোয়া কার্টেলের সঙ্গে কাজ করছেন। তিনি বিশ্বের অন্যতম বৃহৎ মাদক পাচারকারী এবং আমাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি।’ খবর আলজাজিরার।
তিনি আরও বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে মাদুরো ন্যায়বিচার থেকে পালাতে পারবে না। আমরা তার মাথার দাম ৫০ মিলিয়নে উন্নীত করেছি।’ ভিডিওবার্তায় বন্ডি সাধারণ মানুষের উদ্দেশ্যে একটি হটলাইন নম্বর দেন, যেখানে কেউ মাদুরোর অবস্থান জানালে পুরস্কার পাবেন।
তিনি জানান, যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত মাদুরোর সঙ্গে জড়িত হিসেবে চিহ্নিত সম্পদের মধ্যে ৭০০ মিলিয়ন ডলারের বেশি বাজেয়াপ্ত করেছে। এর মধ্যে রয়েছে দু’টি প্রাইভেট জেট, নয়টি গাড়ি এবং কয়েক টন কোকেন-যা সরাসরি মাদুরোর সঙ্গে সম্পর্কিত বলে দাবি করা হয়েছে।
ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল মার্কিন সিদ্ধান্তকে ‘সবচেয়ে হাস্যকর ধোঁয়াশা’ বলে আখ্যায়িত করেন। তিনি টেলিগ্রামে বলেন, এটি যুক্তরাষ্ট্রে জেফরি এপস্টেইন কেলেঙ্কারির মনোযোগ ঘোরাতে বানানো নাটক।