Monday, October 13, 2025

ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ

আরও পড়ুন

ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপি গ্যাস) ও অটোগ্যাসের নতুন বিক্রয়মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ১২ কেজি এলপি গ্যাস সিলিন্ডারের দাম ৯১ টাকা কমিয়ে ১,২৭৩ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি অটোগ্যাসের দাম প্রতি লিটার ৪ টাকা ১৮ পয়সা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৫৮ টাকা ২৮ পয়সা।

রবিবার (৩ আগস্ট) এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিইআরসি এই মূল্য হ্রাসের ঘোষণা দেয়। নতুন দাম একই দিন সন্ধ্যা থেকে কার্যকর হবে বলে জানিয়েছে সংস্থাটি।

আরও পড়ুনঃ  ভারতকে পাক সেনাপ্রধানের পরমাণু যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

এর আগে, গত ২ জুলাই এলপি গ্যাসের দাম ৩৯ টাকা কমিয়ে ১২ কেজি সিলিন্ডারের মূল্য ১,৩৬৪ টাকা নির্ধারণ করা হয়েছিল। একই সঙ্গে, অটোগ্যাসের দাম প্রতি লিটার ১ টাকা ৮৪ পয়সা কমিয়ে ৬২ টাকা ৪৬ পয়সা নির্ধারণ করা হয়।

আপনার মতামত লিখুনঃ

জনপ্রিয় সংবাদ