Wednesday, August 13, 2025

মাধ্যমিকে আসছে নতুন শিক্ষাক্রম

আরও পড়ুন

আগামী বছর থেকে মাধ্যমিকে আরেকটি নতুন শিক্ষাক্রম চালু করতে যাচ্ছে সরকার। প্রথমে এটি ষষ্ঠ শ্রেণিতে চালু করা হবে। পরবর্তীতে সপ্তম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত তা বাস্তবায়ন করা হবে।

শনিবার (২৮ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সচিব অধ্যাপক মো. সাহতাব উদ্দিন। এর আগে, গত ২৫ জুন এ নিয়ে এনসিটিবিতে বৈঠক করেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার।

মো. সাহতাব উদ্দিন বলেন, বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষাক্রম যাচাই-বাছাই করে নতুন কারিকুলাম তৈরি করা হবে। নতুন কারিকুলামে পাঠদান শুরু হবে ২০২৭ সালে। প্রথমে ষষ্ঠ শ্রেণিতে এবং ক্রমান্বয়ে অন্য শ্রেণিতে এই কারিকুলাম চালু করা হবে।

আরও পড়ুনঃ  হাসিনাকে ফেরত চাওয়া প্রসঙ্গে যা বললেন আসিফ নজরুল

তিনি বলেন, নতুন কারিকুলাম প্রণয়নের বিষয়টি একেবারেই প্রাথমিক পর্যায়ে। দেশে রাজনৈতিক সরকার না থাকায় কারিকুলামে কোন প্রক্রিয়া অনুসরণ করা হবে বা কোন পদ্ধতি প্রবর্তন করা হবে তা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

এনসিটিবি সূত্র জানায়, নতুন কারিকুলাম তৈরি নিয়ে নানা অ্যাসেসমেন্ট চলমান রয়েছে। চলতি মাসে কারিকুলাম বিষয়ে একটি কর্মশালা হওয়ার কথা ছিল। সেটি পিছিয়ে আগামী জুলাইয়ে করা হবে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ