Wednesday, September 17, 2025

২৬ বছর পর সন্ধান মিলল ২৩ মাস বয়সে অপহৃত শিশুর

আরও পড়ুন

মাত্র ২৩ মাস বয়সে নিজ বাড়ি থেকে অপহৃত হন আন্দ্রেয়া মিশেল রেয়েস নামে এক শিশু। দীর্ঘ ২৬ বছর তার আর খোঁজ মিলেনি। পুলিশ, গোয়েন্দা সংস্থা, বিশেষ বাহিনীসহ বিভিন্ন সংস্থা অনুসন্ধান করেও আন্দ্রেয়ার ভাগ্যে কী ঘটেছে বা কোথায় আছে সে রহস্য উদ্‌ঘাটন করতে পারেনি। অবশেষে জানা গেল, আন্দ্রেয়া বেঁচে আছেন।

দ্য মিররের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের কানেকটিকাটের নিউ হ্যাভেন থেকে যখন আন্দ্রেয়া মিশেল রেয়েসকে অপহরণ করা হয়েছিল তখন তার বয়স ছিল মাত্র ২৩ মাস। দুই দশকেরও বেশি সময় পরে জানা গেল তিনি বেঁচে আছেন এবং নিরাপদে আছেন।

আরও পড়ুনঃ  দুই মাসেই দেউলিয়া হওয়ার পথে বাংলাদেশ: বাহাউদ্দিন নাছিম

১৯৯৯ সালের অক্টোবরে আন্দ্রেয়া মিশেল রেয়েসকে তার বাড়ি থেকে অপহরণ করা হয়। অভিযোগ করা হয়, তার মা রোজা টেনোরিও তাকে অপহরণ করেছেন। কারণ, বাবার সঙ্গে বিচ্ছেদের পর মেয়েকে হেফাজতে রাখার অধিকার হারান মা। এ অভিযোগে রোজার বিরুদ্ধে গুরুতর অপরাধমূলক মামলা করা হয়। আদালত তাকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করেন।

ন্যাশনাল মিসিং অ্যান্ড আনআইডেন্টিফায়েড পার্সনস সিস্টেমের তথ্যানুসারে, বছরের পর বছর অনুসন্ধান চালিয়েও তাদের খুঁজে পাওয়া যায়নি। ২০০৯ সালে আরেকটি পরোয়ানা জারি করা হয়। আন্দ্রেয়ার বিধ্বস্ত পরিবারের পক্ষ থেকেও মরিয়া অনুসন্ধান চলে। এরপরও শিশুটির বা রোজার কোনো হদিস পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ  আমাদের লাশের ওপর এক ইঞ্চি বাংলাদেশও আপনাকে দেওয়া হবে না : হাসনাত

সম্প্রতি কানেকটিকাটের নিউ হ্যাভেনের পুলিশ মামলাটি পুনরায় তদন্ত শুরু করে। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে আন্দ্রেয়ার প্রাপ্ত বয়স্ক ছবি তৈরি করে এফবিআই। এরপর সোশ্যাল মিডিয়া, সার্চ ওয়ারেন্ট এবং পরিবারের সদস্যদের পূর্ববর্তী সাক্ষাৎকার পর্যালোচনার মাধ্যমে তার খোঁজ পায়। যদিও আন্দ্রেয়াকে খুঁজে পাওয়া গেছে, তবুও তার মায়ের সাথে তার সম্পর্ক কী তা এখনও স্পষ্ট নয়।

আন্দ্রেয়া এখন ২৭ বছর বয়সী। তিনি তার বাবার সঙ্গে যোগাযোগ করেন এবং ডিএনএ নমুনা জমা দিতে রাজি হন। সেই ডিএনএ পরীক্ষায় বাবা-মেয়ের সম্পর্ক নিশ্চিত হওয়ার পর পুলিশ ও এফবিআই বিস্তারিত তদন্ত শুরু করেছে। তারা আশা করছেন, অপহরণ মামলাটির দ্রুত সমাধা করতে পারবেন তারা।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ