Saturday, March 29, 2025

আমাদের লাশের ওপর এক ইঞ্চি বাংলাদেশও আপনাকে দেওয়া হবে না : হাসনাত

আরও পড়ুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘তুমি আমাদের ঠেলতে থাকো, আমাদের উসকানি দিতে থাকো। আমরা না ফেরার পথ অতিক্রম করেছি। আমাদের লাশের ওপর ১ ইঞ্চি বাংলাদেশও আপনাকে দেওয়া হবে না কখনো!’

বুধবার (২৭ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। তবে হাসনাত আব্দুল্লাহ কাকে উদ্দেশ করে এ মন্তব্য করেছেন তা জানা যায়নি।

এর আগে চট্টগ্রাম আদালতের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডে জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। সেই সঙ্গে তিনি ইসকন নিষিদ্ধেরও দাবি জানান।

আরও পড়ুনঃ  বেইলি রোড ট্র্যাজেডি: রাজউককে ম্যানেজ করে অবৈধভাবে চলছিল ব্যবসা

আজ বুধবার দুপুরে চট্টগ্রাম নগরের টাইগারপাস মোড়ে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এই দাবি জানিয়েছেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমাদের দেশে সব ধর্মের সহাবস্থান থাকবে।

আমরা সবার অধিকার রক্ষায় কাজ করব। কিন্তু ধর্মের দোহাই দিয়ে উগ্রবাদী সংগঠন পরিচালনা করলে বাংলাদেশে এক হাত জায়গাও দেওয়া হবে না। আমার ভাই সাইফুলকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এই ইসকনকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে নিষিদ্ধ করতে হবে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ