Thursday, April 10, 2025

নারী দিবসে যে আবেগঘন বার্তা দিলেন তারেক রহমান

আরও পড়ুন

পুরুষের মতোই নারীরাও সকল সুযোগ-সুবিধা ও মর্যাদার দাবিদার বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশের সকল নারী ও তরুণীদের ক্ষমতায়নেও গুরুত্বারোপ করেছেন তিনি।

শনিবার (৮ মার্চ) রাতে বিশ্ব নারী দিবস উপলক্ষে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক স্ট্যাটাসে এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এসময় নিজের ব্যক্তিগত জীবনে নারীদের অপরিসীম গুরুত্ব ও ভূমিকার কথাও উল্লেখ করেন তারেক রহমান।

তিনি বলেন, আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হলেন আমার মা, স্ত্রী ও মেয়ে — এই তিনজন অসাধারণ। আমি সবসময় তাদের সুযোগ, সাফল্য এবং সুখ চেয়েছি। আমি নিশ্চিত, আপনারা যারা লেখাটি পড়ছেন তারাও নিজের জীবনের সঙ্গে এটি মেলাতে পারবেন।

আরও পড়ুনঃ  কওমি মাদ্রাসায় ছাত্রলীগের বিশেষ সেল গঠনের পরামর্শ শিক্ষামন্ত্রীর

তারেক রহমান তার স্ট্যাটাসে বলেন, আমাদের উচিত বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিগত বিএনপি সরকারের মতো একটি ন্যায়পরায়ণ, সহনশীল এবং সম্মানজনক সমাজ গড়ে তোলা। যেখানে লিঙ্গ, বর্ণ, বা ধর্মের কোনো বৈষম্য থাকবে না।

নারীদের জন্য নিরাপদ ও সুরক্ষিত সমাজ নিশ্চিত বিএনপির মূল নীতির একটি অংশ বলেও জানান তারেক রহমান।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ