Wednesday, April 16, 2025

গর্ত থেকে আবার যে স্ট্যা*টাস দিলেন পলা*তক মনিরুল

আরও পড়ুন

গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে খোঁজ ছিল না আলোচিত পুলিশ কর্মকর্তা পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান মো. মনিরুল ইসলামের। এরপর ১৩ আগস্ট পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলামকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।

বুধবার (১ জানুয়ারি) সকালে হঠাৎ করে নিজের ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দিয়েছেন মনিরুল ইসলাম।

তিনি স্ট্যাটাসে লিখেছেন, ‘হ্যাপি নিউ ইয়ার ২০২৫।’

এ নিউজ লেখা পর্যন্ত তার স্ট্যাটাসটি সাতান্নটি লাইক, উনত্রিশটি কমেন্ট ও একটি শেয়ার হয়। এতে অনেকেই তার পক্ষে কমেন্ট করেন। আবার কেউ তার বিরুদ্ধে লেখেন।

আরও পড়ুনঃ  চলমান পরিস্থিতি নিয়ে কিছুক্ষণের মধ্যে কথা বলবেন আইনমন্ত্রী

আল মামুন নামে একজন লিখেছেন, ‌‘কিরে ভণ্ড হাজার হাজার নিরীহ মানুষদের জঙ্গি নাটক সাজিয়ে খুন করেছত। এই মুহূর্তে তোমাকে দেশে খুব প্রয়োজন।’

মো. রাজু পারভেজ মল্লিক নামে একজন লিখেছেন, ‌‘নতুন বছরের শুভেচ্ছা ও ভালোবাসা নিবেন ভাই।’

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ