Wednesday, April 9, 2025

ছাত্র*শিবিরের সম্মেলন পাতানো ও নাটকপূর্ণ : ছা*ত্রদল সেক্রেটারি

আরও পড়ুন

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন ‘পাতানো ও নাটকপূর্ণ’ ছিল বলে মন্তব্য করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন।

আজ বুধবার জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন নাছির উদ্দীন।

ছাত্রশিবিরের রাজনীতি করা নিয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেন, ‘৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের একটি সংগঠন (ছাত্রশিবির) যারা গত সাড়ে ১৫ বছর ধরে গোপন তৎপরতার মাধ্যমে রাজনীতি কায়েম করেছে।

আরও পড়ুনঃ  ৩২ লাখ টাকা, স্বর্ণালংকার ও সন্তান নিয়ে লাপাত্তা নাসিরের স্ত্রী

৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পরে তারা প্রকাশ্যে রাজনীতি করে আত্মপ্রকাশ ঘটেছে। কিন্তু আত্মপ্রকাশ ঘটলেও তারা প্রকাশ্যে রাজনীতি করতে চায় না। তাদের এক ধরনের রাজনীতি যেটি গোপন তৎপরতার মাধ্যমে সবসময় হয় আপনারা দেখেছেন।’

ছাত্রশিবিরের সম্মেলন পাতানো উল্লেখ করে নাছির উদ্দীন বলেন, ‘গতকাল তাদের যে একটি কাউন্সিল হয়েছিল, সেটি একটি পাতানো এবং নাটকপূর্ণ কাউন্সিল। কারণ আপনারা দেখেছেন, কারা নেতৃত্বে যাবে সেটি পূর্ব নির্ধারিত।

সেটি আমাদের ছাত্রদলের একজন হাবিবুর রহমান, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতা, তিনি আগেই এটি পূর্ব অনুমান করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে, যে কারা নেতৃত্বে আসবে। ঠিক সেরকম নেতৃত্ব আসা হয়েছে।’

আরও পড়ুনঃ  এমপি আনার হত্যার মূল মাস্টারমাইন্ড কে এই আখতারুজ্জামান শাহিন?

নাছির উদ্দীন আরও বলেন, ‘গত সাড়ে ১৫ বছর একটি ফ্যাসিবাদ ছিল। কিন্তু এখন তো আর ফ্যাসিবাদ নেই। তারপরও আপনি দেখেছেন, সেই সংগঠন (ছাত্রশিবির) জনগণকে ধোঁকা দিয়ে, সাধারণ শিক্ষার্থীদের ধোঁকা দিয়ে একটি নাটকপূর্ণ কাউন্সিল করেছে। কাউন্সিলের মাধ্যমে তারা নেতৃত্ব নির্বাচন করে অপরাপর ছাত্র সংগঠনগুলোকে যে নাটকীয়তা উপহার দিয়েছে, সাধারণ শিক্ষার্থীরা তাদের এই নাটকীয়তাকে ব্যাপকভাবে সন্দেহ প্রকাশ করছে।’

প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে কেন্দ্রীয় সদস্য সম্মেলনে ভোটের মাধ্যমে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি হিসেবে নির্বাচিত হন জাহিদুল ইসলাম। আর সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনয়ন পান নুরুল ইসলাম সাদ্দাম। ২০২৫ সেশনে তারা ছাত্রশিবিরের নেতৃত্ব দেবেন।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ