Monday, October 13, 2025

বঙ্গোপসাগরে জন্ম নিল ঘূর্ণিঝড় ’শক্তি’, আঘাত হানতে পারে যেসব এলাকায়!

আরও পড়ুন

আমেরিকার নৌবাহিনীর জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার (JTWC) বৃহস্পতিবার (২ অক্টোবর, ২০২৫) সকালে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘শক্তি’ সৃষ্টি হওয়ার ঘোষণা দিয়েছে। আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশও এ তথ্য নিশ্চিত করেছেন।

সর্বশেষ খবর অনুযায়ী, ঘূর্ণিঝড় ‘শক্তি’ বর্তমানে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলের পূর্ব দিকে, কলকাতা থেকে প্রায় ৭০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। এর কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় প্রায় ৬৫ কিলোমিটার (দমকা হাওয়াসহ ৮৩ কিলোমিটার)। ঘূর্ণিঝড়টি আজ রাতে ভারতের অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার মধ্যবর্তী উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে (যদিও ভারতীয় আবহাওয়া অধিদপ্তর এখনও এটিকে গভীর নিম্নচাপ হিসাবে দেখছে)।

আরও পড়ুনঃ  নির্বাচন অফিসে আগুন

ঘূর্ণিঝড়টি সরাসরি বাংলাদেশের ওপর দিয়ে অতিক্রম না করলেও এর প্রভাবে আগামী ৫ অক্টোবর পর্যন্ত বাংলাদেশ, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা ও মেঘালয় রাজ্যে মাঝারি থেকে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এদিকে, বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম, ফেনী, লালমনিরহাট, নীলফামারী, শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনার নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে।

আপনার মতামত লিখুনঃ

জনপ্রিয় সংবাদ