Wednesday, October 15, 2025

একই দিনে দুই জয় বাংলাদেশের

আরও পড়ুন

দুর্দান্ত বোলিং, অতঃপর লক্ষ্য তাড়ায় দাপুটে ব্যাটিং—শ্রেয়তর দল হিসেবেই পাকিস্তানকে হারায় বাংলাদেশ। ৭ উইকেটের বড় এই জয়ে নারী ওয়ানডে বিশ্বকাপ অভিযান শুরু করেছে বাংলাদেশ। বাঘিনীদের পর এবার আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়েই তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ শুরু করল জাকের-তামিমরা।

বৃহস্পতিবার (২ অক্টোবর) শারজাহতে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫১ রানের সংগ্রহ পায় আফগানিস্তান। জবাবে ৮ বল ও ৪ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে নোঙ্গর করে বাংলাদেশ। লক্ষ্য তাড়ায় নেমে দুর্দান্ত শুরু করেন দুই টাইগার ওপেনার তানজিদ তামিম ও পারভেজ ইমন। তাদের ঝোড়ো ইনিংসে কোনো উইকেট না হারিয়েই দলীয় সেঞ্চুরি পূর্ণ করে বাংলাদেশ। এই দুই ওপেনারও ফিফটি ছুঁয়ে ফেলেন।

তবে হাফ-সেঞ্চুরির পর বেশিক্ষণ টিকতে পারেননি তারা। এরপর বিনা উইকেটে ১০৯ থেকে আচমকা সেই স্কোর ১১৮/৬ পরিণত হয়। সহজ জয়ের হাতছানি থেকে একপর্যায়ে হারের শঙ্কা দেখা দেয়। দুবার সহজ জীবন পাওয়া পারভেজ ৩৭ বলে ৫৪ রান এবং ৩৭ বল খেলে করেন ৫১ ইনিংস খেলে ফেরেন তানজিদ। বাকিদের মধ্য কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি। এর মধ্যে সাইফ, শামীম ও তানজিম সাকিব ডাক মেরে ফেরেন। আর জাকেরের ব্যাট থেকে আসে ৬ রান।

আরও পড়ুনঃ  রামপুরায় ছাদে ছাত্রকে গুলি করা সেই পুলিশ কর্ম°কর্তা গ্রেপ্তার

তবে শেষদিকে নুরুল হাসান ও রিশাদের মারকাটারি ব্যাটিংয়ে জয় নিশ্চিত করে বাংলাদেশ। নুরুল ২ ছক্কা ও ১ চারে ১৩ বলে ২৩ এবং রিশাদ ৩ বাউন্ডারিতে ৯ বলে ১৬ রানে অপরাজিত থাকেন। এই জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেল বাংলাদেশ।

এর আগে, ব্যাটিংয়ে নেমে আগ্রাসী শুরু করেছিলেন দুই আফগান ওপেনার ইব্রাহিম জাদরান ও সেদিকুল্লাহ আতাল। তবে ইনিংসের চতুর্থ ওভারে সেই জুটি ভাঙেন নাসুম আহমেদ। এই স্পিনারের ঘূর্ণিতে ১০ বলে ৩ বাউন্ডারিতে ১৫ রানে বোল্ড হয়ে ফেরেন ইব্রাহিম।

আরও পড়ুনঃ  বী’র্য’পাত বন্ধ রেখে রাতভর স’হবাস করতে যা করবেন

পরের ওভারে আরেক ওপেনার সেদিকুল্লাহও ফেরেন। তানজিম সাকিবের বলে পারভেজ ইমনের হাতে ক্যাচ দিয়ে ১২ বলে এক চারে ১০ রানে ফেরেন এই ওপেনার। পাওয়ার প্লে’তে আরও একবার উইকেট হারায় আফগানরা। ষষ্ঠ ওভারে রাসুলিকেও হারায় স্বাগতিকরা। রানের খাতা খোলার আগেই রানআউট হয়ে ফেরেন টপ-অর্ডার এই ব্যাটার। আফগানদের শুরুর দিকে চেপে ধরা টাইগারদের চতুর্থ উইকেট পেতেও বেশিক্ষণ সময় লাগেনি। পাওয়ার প্লের পর আক্রমণে এসে উইকেট মিছিলে যোগ দেন রিশাদ। তার ঘূর্ণিতে মাত্র ১ রানে ফেরেন মোহাম্মদ ইশাক।

দলীয় ৪০ রানে ৪ উইকেট হারানোর পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালিয়েছিলেন রহমানউল্লাহ গুরবাজ ও আজমতউল্লাহ ওমরজাই। পঞ্চম উইকেট জুটিতে ৩৩ রান যোগ করেন তারা। তবে এই জুটিও ভেঙে দেন রিশাদ। ১৮ বলে ১৮ রান ওমরজাইকে ফেরান রহস্যময় এই স্পিনার। পরের ওভারে আরেক ওপেনার সেদিকুল্লাহও ফেরেন। তানজিম সাকিবের বলে পারভেজ ইমনের হাতে ক্যাচ দিয়ে ১২ বলে এক চারে ১০ রানে ফেরেন এই ওপেনার।

আরও পড়ুনঃ  সিজার করতে গিয়ে নবজাতকের পেট কেটে ফেললেন ডাক্তার

পাওয়ার প্লে’তে আরও একবার উইকেট হারায় আফগানরা। ষষ্ঠ ওভারে রাসুলিকেও হারায় স্বাগতিকরা। রানের খাতা খোলার আগেই রানআউট হয়ে ফেরেন টপ-অর্ডার এই ব্যাটার। আফগানদের শুরুর দিকে চেপে ধরা টাইগারদের চতুর্থ উইকেট পেতেও বেশিক্ষণ সময় লাগেনি। পাওয়ার প্লের পর আক্রমণে এসে উইকেট মিছিলে যোগ দেন রিশাদ। তার ঘূর্ণিতে মাত্র ১ রানে ফেরেন মোহাম্মদ ইশাক।

দলীয় ৪০ রানে ৪ উইকেট হারানোর পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালিয়েছিলেন রহমানউল্লাহ গুরবাজ ও আজমতউল্লাহ ওমরজাই। পঞ্চম উইকেট জুটিতে ৩৩ রান যোগ করেন তারা। তবে এই জুটিও ভেঙে দেন রিশাদ। ১৮ বলে ১৮ রান ওমরজাইকে ফেরান রহস্যময় এই স্পিনার।

আপনার মতামত লিখুনঃ

জনপ্রিয় সংবাদ