Monday, October 13, 2025

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ও চিকিৎসাভাতা নিয়ে এলো বড় সুখবর!

আরও পড়ুন

দীর্ঘদিন ধরে বাড়িভাড়া ও চিকিৎসাভাতা বাড়ানোর দাবিতে আন্দোলন করে আসা বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের দাবি পূরণে পদক্ষেপ নিতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে শিক্ষকদের বাড়িভাড়া এক হাজার টাকা বাড়িয়ে দুই হাজার টাকা করার প্রস্তাব করা হলেও, শিক্ষকরা তা প্রত্যাখ্যান করে মূল বেতনের শতাংশ হারে বাড়িভাড়া ভাতার দাবি জানিয়েছেন।

এই দাবি বাস্তবায়নের জন্য শিক্ষক-কর্মচারীরা ১০ অক্টোবর পর্যন্ত সরকারকে আলটিমেটাম দিয়েছেন। বেঁধে দেওয়া এই সময়ের মধ্যেই শিক্ষা মন্ত্রণালয় তাদের বাড়িভাড়া ভাতা শতাংশের হারে বাড়ানোর জন্য অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠাতে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে।

আরও পড়ুনঃ  গাড়ির ভেতরে যৌনতার ঝড়! স্ত্রীর পরকীয়া ফাঁস, ভিডিও ভাইরাল করে দিলেন স্বামী!

শিক্ষা মন্ত্রণালয় সূত্র নিশ্চিত করেছে, আগামী রবিবার (৫ অক্টোবর), দুর্গাপূজার ছুটি ও সাপ্তাহিক ছুটির পর প্রথম কর্মদিবসে অর্থ মন্ত্রণালয়ের কাছে এই প্রস্তাব পাঠানো হবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ—এই দুটি বিভাগ থেকে আলাদাভাবে প্রস্তাবের ফাইল প্রস্তুত করা হয়েছে। শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) এর অনুমোদন দিয়েছেন।

শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, শিক্ষকদের মূল বেতনের ওপর ৫, ১০, ১৫ এবং ২০ শতাংশ—এই চার ধরনের হারে বাড়িভাড়া ভাতার প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে। অর্থ মন্ত্রণালয় আলোচনার পর যে হার অনুমোদন দেবে, সেটিই কার্যকর হবে। নির্ধারিত সময়ের মধ্যে দৃশ্যমান পদক্ষেপ না নিলে ১২ অক্টোবর থেকে শিক্ষকরা লাগাতার আন্দোলনের আলটিমেটাম দিয়ে রেখেছেন।

আপনার মতামত লিখুনঃ

জনপ্রিয় সংবাদ