Monday, October 13, 2025

যুবককে তুলে নিয়ে এলোপাতাড়ি কোপালেন আ.লীগ নেতা, এরপর যা ঘটল

আরও পড়ুন

চাঁপাইনবাবগঞ্জে আরিফুল ইসলাম আরিফ (২৫) নামে এক যুবককে তুলে নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বালিয়াডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল মান্নান ডলারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাতে বালিয়াডাঙ্গায় এ ঘটনা ঘটে। পরে বুধবার (১ অক্টোবর) রাতে এ তথ্য জানানো হয়। 

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে আব্দুল মান্নান ডলারের বাড়ির সামনে থেকে সংঘবদ্ধ একটি দল অটোরিকশায় করে আরিফকে তুলে নেয়। পরে বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের সদস্য ইউসুফ আলীর পুকুরপাড়ে নিয়ে গিয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়।
 
এরপর প্রথমে তাকে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।

আরও পড়ুনঃ  পাইকগাছায় বেড়িবাঁধ ভেঙে প্লাবিত ১৩ গ্রাম

আহত আরিফ অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ নেতা মান্নান ডলারের বাড়ির সামনে থেকে আমাকে অটোরিকশায় তুলে ইউপি সদস্য ইউসুফ আলীর পুকুরে নিয়ে যাওয়া হয়। সেখানে আমাকে বেধড়ক মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়।

বিজ্ঞাপন

অভিযোগ অস্বীকার করে গ্রেপ্তারকৃত ইউপি সদস্য আব্দুল মান্নান ডলার বলেন, আরিফ আমার কাছে একটি সালিশনামা নিতে এসেছিল। কথা বলার একপর্যায়ে ইউসুফ আলী মেম্বার কয়েকজনকে নিয়ে আসে এবং আরিফকে মারধর করে। আমি তখন সদর থানার ওসি ও ৯৯৯ নম্বরে ফোন দিয়ে আরিফকে উদ্ধারের চেষ্টা করি। 

আরও পড়ুনঃ  ভয়ংকর মাদ*কে আস*ক্ত অভিনেত্রী তানজিন তিশা, টয়া ও সাফা কবির

বিজ্ঞাপন
তিনি আরও বলেন, আমি নিজেও মারধর করতে নিষেধ করেছিলাম। অথচ আমাকে রাত সাড়ে ৩টার সময় বাড়ি থেকে তুলে নিয়ে যায় পুলিশ। আমি নির্দোষ।

এ বিষয়ে কথা বলতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও ইউপি সদস্য ইউসুফ আলীর ব্যবহৃত ফোনটি বন্ধ পাওয়া যায়।
 
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান গণমাধ্যমকে বলেন, আরিফুল ইসলামকে কুপিয়ে জখম করার ঘটনায় ইউপি সদস্য আব্দুল মান্নান ডলারকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়। পরে আহত আরিফের পরিবার ডলারসহ ৬-৭ জনকে আসামি করে মামলা দায়ের করলে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার মতামত লিখুনঃ

জনপ্রিয় সংবাদ