Tuesday, October 14, 2025

নতুন যে কৌশলে এগোচ্ছে জামায়াত

আরও পড়ুন

বাংলাদেশে নতুন রাজনৈতিক সমীকরণের আভাস দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানিয়েছেন, তারা এমন একটি জোট গঠনের চেষ্টা করছেন যেখানে বিএনপি থাকবে না। বরং বিএনপির বাইরে থাকা ডানপন্থি, কিছুটা বামপন্থি এবং ইসলামপন্থি রাজনৈতিক শক্তিগুলোকে একত্র করার উদ্যোগ নিয়েছে জামায়াত। বুধবার (৩ সেপ্টেম্বর) দেশের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তাহের এ কথা জানান।

দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘আমরা একটা জোট করতেছি, যেখানে বিএনপি থাকবে না। সেখানে বিএনপির বাইরের মেজর রাইট, কিছুটা লেফট, ইসলামিস্ট—সবাই থাকবে। আমরা সেই চেষ্টা করছি ইনশা আল্লাহ।’

আরও পড়ুনঃ  সামনে পেলে তিন মিনিট থাপড়াব, কাকে বললেন পরীমণি

বিএনপির সঙ্গে ভবিষ্যতে জোট হতে পারে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি স্পষ্ট করেছে তারা জোট করবে না। তবে জামায়াত এমন ঘোষণা দেয়নি।

তাহের আরও বলেন, পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে নির্বাচন হলে তা বড় দলের জিম্মি হওয়ার আশঙ্কা নয়, বরং ছোট দলগুলোকে সঙ্গে নিয়ে অংশগ্রহণমূলক শাসনব্যবস্থা গঠনের সুযোগ তৈরি করবে। তার ভাষায়, “ফ্যাসিবাদ দমন হয়েছে, এখন জনগণের প্রতিনিধিত্বকারী বিভিন্ন দলের অংশগ্রহণে একটি নতুন ধরণের গভর্ন্যান্স আসবে।”

আরও পড়ুনঃ  হাসিনার বিচার চেয়ে ট্রাইব্যুনালে সাঈদীর মামলার সাক্ষী সুখরঞ্জন বালি

সংস্কার আলোচনায় বিএনপির মনোভাব প্রসঙ্গে তিনি জানান, শুরুতে দলটি অনীহা দেখালেও শেষ পর্যন্ত তারা বেশ কিছু বিষয়ে উদারতা দেখিয়েছে এবং নোট অব ডিসেন্ট রেখেও মেজরিটি মতামত মেনে নিয়েছে।

জুলাই সনদ প্রসঙ্গে তাহের বলেন, এটি সংবিধানের পরিপন্থি নয়, বরং জনগণের ইচ্ছার প্রতিফলন। তার দাবি, যেমন অন্তর্বর্তী সরকারের ভিত্তি ‘ডকট্রিন অব নেসেসিটি’র ওপর দাঁড়িয়ে আছে, তেমনি জুলাই সনদকেও জনগণের ইচ্ছার প্রকাশ হিসেবে মানতে হবে।

আপনার মতামত লিখুনঃ

জনপ্রিয় সংবাদ