Tuesday, October 14, 2025

সম্মেলনের মঞ্চে বিশেষ যে কাজের কারণে প্রশংসায় ভাসছেন বিএনপি নেতা সালাহউদ্দিন

আরও পড়ুন

কুমিল্লা টাউন হল ময়দানে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে মঞ্চের পেছনের অংশে আসরের নামাজ আদায় করে নেতাকর্মী ও সাধারণ মানুষের ভূয়সী প্রশংসা কুড়িয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। সম্মেলন চলাকালীন সময়ে নামাজ আদায়ের এমন দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়ে যায়।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকাল তিনটায় কুমিল্লা টাউন হল মাঠে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান । প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ।

আরও পড়ুনঃ  ফেসবুকে পোস্ট দিয়ে এনসিপি নেতার পদত্যাগ

এ প্রসঙ্গে কুমিল্লার শিপন আহমেদ নামের একজন বলেন, “নামাজের সময় হওয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ নামাজ আদায় করছেন। খুবই সুন্দর দৃশ্য আমরা উপভোগ করলাম। এমন কর্মকাণ্ডে নেতাকর্মীরা নামাজের প্রতি উদ্বুদ্ধ হবে।”

সম্মেলনস্থলে আসা বিএনপি নেতা ওমর ফারুক বলেন, “আসরের নামাজের আজানের পর সালাহউদ্দিন আহমেদ নামাজের জন্য দাঁড়িয়ে যান। একজন নেতার এমন গুণাবলি থাকা কর্মীদের জন্য অনুপ্রেরণা।”

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির এই সম্মেলনে ১৪টি ইউনিটের নেতাকর্মীরা দুপুর বারোটা থেকে টাউন হল মাঠের আশেপাশে অবস্থান করে। এই দ্বিবার্ষিক সম্মেলনে ১ হাজার ৪১৪ জন কাউন্সিলর এবং ৫ হাজার ৮০০ জনেরও বেশি ডেলিগেট উপস্থিত ছিলেন। এছাড়া কুমিল্লা কান্দিরপাড়ের আশেপাশে অর্ধ লক্ষাধিক বিএনপির নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা যায়।

আরও পড়ুনঃ  ডিবি থেকে মুক্ত হয়ে প্রথমবার মুখ খুললেন সমন্বয়ক নাহিদ

সম্মেলন শেষে বিএনপির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) অধ্যক্ষ সেলিম ভূঁইয়া নতুন কমিটি ঘোষণা করেন। এতে জাকারিয়া তাহের সুমন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এবং আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম সাধারণ সম্পাদক পদে বিজয়ী ঘোষিত হন।

আপনার মতামত লিখুনঃ

জনপ্রিয় সংবাদ