বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) শিক্ষক পদে সুপারিশে তিনটি অধিদপ্তরের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার সমতা বিধানের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ফলে ভাগ্য খুলতে যাচ্ছে ষষ্ঠ নিয়োগের অন্তত পাঁচ হাজার সুপারিশ বঞ্চিত নিবন্ধিত প্রার্থীদের। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পদ ফাঁকা থাকা সাপেক্ষে সুপারিশ বঞ্চিতরা সুযোগ পাবেন।
রোববার শিক্ষা মন্ত্রণালয়ে এ সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে। সভা সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে শিক্ষক নিবন্ধিত প্রার্থীদের দাবি ছিল তিন অধিদপ্তরে শিক্ষাগত যোগ্যতার সমতা আনার। এ সংক্রান্ত একাধিক প্রতিবেদন দৈনিক শিক্ষাডটকমে প্রকাশিত হয়েছে।
bkash cash can (300×250) 15-05-24
জানা গেছে, ৪০টি বিষয়ে তিনটি অধিদপ্তরের ভিন্ন শিক্ষাগত যোগ্যতা থাকায় সুপারিশে জটিলতা সৃষ্টি হয়েছিলো। সুপারিশ বঞ্চিত হয়েছিলো অনেক প্রার্থী। তাই দীর্ঘদিন ধরে নিবন্ধিত প্রার্থীরা দাবি জানিয়ে আসছিলো তিন অধিদপ্তরের শিক্ষাগত যোগ্যতা এক হোক। তারই পরিপ্রেক্ষিতে এনটিআরসিএ পরীক্ষা পদ্ধতি, বিধিমালা সংশোধনের উদ্যোগ নেয়। এর খসড়া প্রস্তুত করে বোর্ড সভায় চূড়ান্তত করা হয়। পরে এ নিয়ে আজ শিক্ষা মন্ত্রণালয়ে পৃথক দুটি সভা অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে শিক্ষাগত যোগ্যতার সমতা আনার সিদ্ধান্ত নেয়া হয়। পদ ফাঁকা থাকলে ষষ্ঠ নিয়োগেই শিক্ষক পদে সুপারিশ পেতে যাচ্ছেন বঞ্চিত প্রায় পাঁচ হাজার নিবন্ধিত প্রার্থীরা।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।