Tuesday, October 14, 2025

সারাদেশে আজ যেমন থাকবে আবহাওয়া

আরও পড়ুন

দক্ষিণ ওড়িশা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি আরও পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দূর্বল হয়ে লঘুচাপে পরিণত হতে পারে। এ অবস্থায় ঢাকাসহ সারাদেশেই বিক্ষিপ্তভাবে বজ্রসহ বৃষ্টি হতে পারে।

রোববার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

এতে আরও বলা হয়, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে ১ অক্টোবরের দিকে আরও একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

আরও পড়ুনঃ  গাজার অন্তর্বর্তী সরকারের প্রধান হবেন ট্রাম্প, থাকবেন টনি ব্লেয়ারও

এ অবস্থায় ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে, বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) ফেসবুক পেজে এক পোস্টে জানায়, রোববার দুপুর ১টার পর্যন্ত দেশের অধিকাংশ জায়গায় ভ্যাপসা গরমের পাশাপাশি কিছু কিছু স্থানে বিক্ষিপ্তভাবে বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে, বৃষ্টি হলেও গরমের তীব্রতা খুব বেশি কমার সম্ভাবনা নেই। 

আপনার মতামত লিখুনঃ

জনপ্রিয় সংবাদ