Tuesday, October 7, 2025

জাতিসংঘে ভাষণে ‘গোপন কথা’ বললেন নেতানিয়াহু

আরও পড়ুন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে দেওয়া ভাষণে একটি গোপন কথা বলেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) অধিবেশন কক্ষের পোডিয়ামে দাঁড়িয়ে জাতিসংঘের সদস্যদের উদ্দেশে তিনি বলেন, আপনারা গভীরভাবে জানেন ইসরায়েল আপনাদেরই লড়াই লড়ছে। তাই আমি আপনাদের দরজার পেছনের গোপন কথা জানাতে চাই। সেটি হলো অনেক বিশ্বনেতা যারা প্রকাশ্যে আমাদের সমালোচনা করে কিন্তু গোপনে তারা আমাদের ধন্যবাদ জানায়। 

নেতানিয়াহু আরও বলেন, তারা আমাকে বলে, আমাদের অসাধারণ গোয়েন্দা সেবাকে তারা কতটা গুরুত্ব দেয়। আমাদের এসব গোয়েন্দা সেবা এসব দেশের রাজধানীতে অসংখ্য সন্ত্রাসী হামলা আটকে দিয়েছে। অসংখ্য মানুষের জীবন রক্ষা করেছে।

আরও পড়ুনঃ  জবি ছাত্রীর এই ছবি ভাসছে ফেস'বুকে, দাবির বিষয়ে যা জানা গেল

এর আগে, জাতিসংঘ সাধারণ সভায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বক্তৃতা দিতে আসার সঙ্গে সঙ্গেই শত শত কূটনীতিক হল ত্যাগ করেন। 

বিশেষভাবে আরব, মুসলিম ও আফ্রিকান দেশের প্রতিনিধিরা এই ওয়াকআউটের অংশ ছিলেন। ইউরোপীয় দেশের কিছু প্রতিনিধিও একই প্রতিবাদ করেন। সূত্র: আলজাজিরা

আপনার মতামত লিখুনঃ

জনপ্রিয় সংবাদ