Monday, October 13, 2025

নৌবহরে হামলা হলে আস্ত থাকবে না, ইসরাইলকে মোকাবেলায় যুদ্ধ জাহাজ পাঠালো ইতালি

আরও পড়ুন

গাজাবাসীর জীবন বাঁচাতে যাওয়া ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ওপর দখলদার ইসরায়েল হামলা চালিয়েছে, যা বিশ্বজুড়ে তীব্র ক্ষোভ ও নিন্দার জন্ম দিয়েছে। ইসরায়েলের এই বেপরোয়া আচরণে মিত্র দেশ হিসেবে পরিচিত ইতালিও কঠোর অবস্থান নিয়েছে।

ত্রাণবাহী নৌবহরের ওপর ইসরায়েলি হামলা
গাজাবাসীর জন্য ত্রাণ নিয়ে ছুটে চলা এই ফ্লোটিলার ওপর ইসরায়েল একাধিকবার হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। বুধবার ভোরে একটি জাহাজে হামলার ফলে একাধিক বিস্ফোরণ ঘটে। যদিও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে জাহাজের কর্মীরা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।

ফ্লোটিলার সংগঠক সুমেরা আগনিস অর্ডু বলেন, “মাত্র কয়েকটি বিস্ফোরণের শব্দে আমরা ভয় পেয়ে গিয়েছি। অথচ গাজার মানুষ প্রায় দুই বছর ধরে এর চেয়ে অনেক ভয়াবহ বিস্ফোরণ সহ্য করছে।”

আরও পড়ুনঃ  বরখাস্ত সৈনিককে অস্ত্র দিয়েছেন বিএনপি নেতা, অডিও নিয়ে তোলপাড়

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা জানিয়েছে, ইসরায়েল একাধিক ড্রোন এবং অজ্ঞাত সমরাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে, যার ফলে বেশ কয়েকটি জাহাজ থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর আগে মঙ্গলবার গভীর রাতেও ত্রাণবাহী জাহাজগুলোর কর্মীরা গ্রিসের কাছে থাকা তাদের কিছু নৌযানে বিস্ফোরণের শব্দ শুনতে পান এবং সে সময় কিছু সামরিক ড্রোনকে তাদের আশেপাশে উড়তে দেখা যায়।

ইতালির যুদ্ধজাহাজ প্রেরণ: অলিখিত যুদ্ধের ইঙ্গিত
ইসরায়েলের এই পৈশাচিক কর্মকাণ্ডের বিরুদ্ধে ইতালি কঠোর পদক্ষেপ নিয়েছে। গাজায় ত্রাণ পৌঁছে দেওয়ার এই মহৎ উদ্যোগে হামলার পর ইতালি বুধবার ঘোষণা করে যে, তারা বহরে থাকা ইতালীয় নাগরিকদের সহায়তার জন্য একটি যুদ্ধজাহাজ পাঠাচ্ছে।

আরও পড়ুনঃ  শুধু কোটা নয়, গোটা দেশটার সংস্কার চান আজহারী

ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রসেত্তো এক বিবৃতিতে বলেন, “আমি যত দ্রুত সম্ভব নৌবাহিনী ফ্রিগেটকে পাঠানোর অনুমোদন দিয়েছি। সেটি ত্রাণবাহী জাহাজগুলোকে রক্ষা করতে এগিয়ে যাচ্ছে।”

কোনো দেশের হুমকির মোকাবিলায় যুদ্ধজাহাজ পাঠানো আন্তর্জাতিক অঙ্গনে একটি বড়সড় ঘটনা। বিশ্লেষকরা মনে করছেন, এর মাধ্যমে ইসরায়েল যদি ফের ত্রাণবাহী জাহাজগুলোতে হামলা চালায়, তবে ইতালির যুদ্ধজাহাজ তার দাঁতভাঙা জবাব দেবে, যা অনেকাংশে ইসরায়েলের বিরুদ্ধে অলিখিত যুদ্ধ ঘোষণার শামিল।

আন্তর্জাতিক নিন্দা ও ফ্লোটিলার দৃঢ়তা
ইসরায়েলের এই বেপরোয়া আচরণের তীব্র সমালোচনা করেছে ইতালি, জাতিসংঘ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। জাতিসংঘের পক্ষ থেকে এই হামলার বিষয়ে জরুরিভাবে তদন্তের আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  ১৪ মাসে দেশে সংষ্কার ও অগ্রগতি সম্পর্কে বিশ্বকে জানাবেন ইউনূস

যদিও ইসরায়েল এখনো হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি, তবে তারা ত্রাণবাহী জাহাজগুলোকে ফিরে যেতে অনবরত হুমকি দিয়ে যাচ্ছে। সেই হুমকি উপেক্ষা করে প্রায় ৪৬টি ত্রাণবাহী জাহাজ ঝোড়ো গতি এবং পাহাড়সম মনোবল নিয়ে গাজার দিকে এগিয়ে যাচ্ছে।

আপনার মতামত লিখুনঃ

জনপ্রিয় সংবাদ