পাকিস্তানের লাহোরে অনলাইন গেম পাবজি খেলায় আসক্তির প্রভাবে নিজের পরিবারকে হত্যার দায়ে এক কিশোরকে ১০০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি তাকে ৪০ লাখ রুপি জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) লাহোর সেশন কোর্টের অতিরিক্ত জেলা ও সেশন বিচারক রিয়াজ আহমেদ রায় ঘোষণা করেন। অভিযুক্ত কিশোর আলি জাইন, বর্তমানে বয়স ১৭, মা, ভাই এবং দুই বোনকে ২০২২ সালের জানুয়ারিতে গুলি করে হত্যা করে।
লাহোরের কাহনা এলাকায় রাতে আলি জাইন প্রথমে ঘুমন্ত অবস্থায় মা নাহিদ মুবারক (৪৫) কে হত্যা করে। এরপর দুই বোন মাহনূর ফাতিমা (১৫) ও জান্নাত (১০) এবং বড় ভাই তাইমুর সুলতান (২০) কে হত্যা করে।
পুলিশ জানায়, আলি পাবজিতে বারবার ব্যর্থ হয়ে মানসিকভাবে ক্ষিপ্ত হয়ে ওঠে। তার মা যে লাইসেন্সকৃত পিস্তল রাখতেন, সেটি ব্যবহার করে আলি হত্যার হাতিয়ার হিসেবে ব্যবহার করে। হত্যার পর পিস্তলটি নর্দমায় ফেলে দেয় এবং নিজের ঘরে ফিরে ভান করে যে সে ঘটনাস্থলে ছিল না।
বিচারক রিয়াজ আহমেদ বলেন, অপরাধের ভয়াবহতা বিবেচনায় আলিকে চারটি যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে, যা মোট ১০০ বছরের সমান। আসামির বয়স বিবেচনায় মৃত্যুদণ্ড থেকে সাজা কমিয়ে দেওয়া হয়েছে।
পুলিশের তদন্তে জানা যায়, আলি নিয়মিত দীর্ঘ সময় ধরে ঘরে বসে পাবজি খেলত এবং এতে আসক্ত হয়ে তার মানসিক অবস্থা ক্ষতিগ্রস্ত হয়।