Monday, August 18, 2025

পদত্যাগ করতে পারেন ড. ইউনূস!

আরও পড়ুন

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচনে অংশ না নিলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগ করতে পারেন বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে তিনি বলেন, যদিও এবারের নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হতে পারে, তবে অংশগ্রহণ সীমিত হলে তা একতরফা হয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে। তাঁর দাবি, বিএনপির ইতিহাসে এবারই প্রথম প্রতিটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার মতো প্রার্থী নেই, এবং বিদ্রোহী প্রার্থীর সংখ্যাও অনেক—যা দলটির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

আরও পড়ুনঃ  স্ত্রীকে হত্যার পর সহকর্মীকে জানান স্বামী, মায়ের কাছে লেখেন চিঠি

ফুয়াদ বলেন, “আওয়ামী লীগ যেমন ১৮ ও ৭৩ একতরফা নির্বাচন করেছে, এবারের নির্বাচনও সুষ্ঠু হলেও একতরফা হয়ে যেতে পারে। বিএনপির নিজস্ব সমস্যার পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলের অংশগ্রহণও বড় বিষয়।”

তিনি আরও উল্লেখ করেন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য রয়েছে। নারীদের সংরক্ষিত আসন বৃদ্ধি, প্রধানমন্ত্রী থাকার মেয়াদসীমা নির্ধারণসহ নানা সংস্কার এখনই কার্যকর করা উচিত বলে তিনি মত দেন।

তার মতে, যদি জামায়াত, চরমোনাই পীরের দল এবং এনসিপি নির্বাচনে অংশ না নেয়, তবে নির্বাচন একতরফা হয়ে যাবে এবং সেই অবস্থায় প্রফেসর ইউনূস পদত্যাগের পথ বেছে নিতে পারেন।

আরও পড়ুনঃ  ছেলে-মেয়ের মোবাইল দেখা নিয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা করল স্বামী

“এই সংকট সমাধানযোগ্য,” বলেন ফুয়াদ। “জামায়াত, চরমোনাই ও এনসিপির দাবিগুলো মেনে নেওয়ার সুযোগ রয়েছে। তবে এজন্য ত্যাগ স্বীকার করতে হবে এবং বিএনপিকে নেতৃত্ব দিতে হবে, কারণ ক্ষতির মুখে সবচেয়ে বেশি পড়বে তারাই।”

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ