Friday, August 15, 2025

ধানমন্ডি ৩২-এ গত রাতে যা যা ঘটল

আরও পড়ুন

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর থেকে আওয়ামী লীগের কর্মী সন্দেহে চারজনকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার পর এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, এক ব্যক্তি ভিডিওকলে কাউকে ধানমন্ডি ৩২ নম্বরের পরিস্থিতি দেখাচ্ছিলেন। অপর প্রান্তে থাকা ব্যক্তির ফোনের ক্যামেরায় শেখ হাসিনা ও শেখ মুজিবুর রহমানের ছবি দেখা গেলে উপস্থিত ছাত্র-জনতা ক্ষুব্ধ হয়ে ওই ব্যক্তিকে মারধর করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকেসহ তিনজনকে উদ্ধার করে। পরে আরও একজনকে আটক করা হয়।

আরও পড়ুনঃ  জামায়াত ও শেখ মুজি*বের বিষয়ে সেই বিতর্কিত মন্তব্য ক*রেননি মেজর ডালিম

রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, তিনজনকে আটক করা হয়েছে। তাদের ফোন চেক করে জিজ্ঞাসাবাদ করা হবে। যদি নির্দোষ হন, ছেড়ে দেওয়া হবে; আর দোষী প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকীর আগের দিন বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থান নেয় ছাত্র-জনতা।

উপস্থিত ছাত্র-জনতার পক্ষ থেকে বলা হয়, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ১৫ আগস্টকে সামনে রেখে আওয়ামী লীগের নেতাকর্মীদের ৩২ নম্বরে অবস্থান নিতে বলেছেন। তবে আওয়ামী লীগের কর্মীরা যাতে কোনো ধরনের অঘটন ঘটাতে না পারে, সে জন্য ছাত্র-জনতা অবস্থান নিয়েছে। আটক ব্যক্তির নিজের ফোনেও শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি পাওয়া গেছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ