Friday, August 15, 2025

পুলিশের ওপর আ. লীগ নেতাকর্মীদের হামলা,

আরও পড়ুন

চট্টগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলে ধাওয়া দিতে গিয়ে নেতাকর্মীদের হামলায় পুলিশের এক এসআই গুরতর আহত হয়েছেন। সোমবার (১১ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে নগরের বন্দর থানার সল্টগোলা ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে ওই এলাকায় মিছিল বের করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা।

আহত পুলিশের এসআই হলেন- আবু সাঈদ রানা, তিনি বন্দর থানায় কর্মরত। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বন্দর থানার ডিউটি অফিসার জানান, এসআই আবু সাঈদ রানাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া, রাতে অভিযান চালিয়ে সন্দেহভাজন কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুনঃ  ‘মারতে মারতে’ মেরুদণ্ডই ভেঙে দেয়া হয় ঢাকা কলেজের সমন্বয়কের

এদিকে, এ ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে জড়ো হন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তারা আওয়ামী লীগের সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানান।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ