রাজধানীর মৌচাকে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের বেজমেন্ট পার্কিংয়ে থাকা প্রাইভেটকার থেকে উদ্ধার হওয়া দুই মরদেহের পরিচয় পাওয়া গেছে। নিহতরা হলেন নোয়াখালীর চাটখিলের জাকির (গাড়িচালক) ও মিজান।
সোমবার (১১ আগস্ট) বিকেলে ডিএমপির রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মাসুদ আলম এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে, সকাল ১১টার দিকে হাসপাতালের পার্কিংয়ে থাকা সাদা রঙের টয়োটা ফিল্ডার এক্স মডেলের গাড়ি থেকে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ। ড্রাইভারের সিটে একজন এবং পাশের সিটে অপরজনের মরদেহ ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, দুজনের মুখ ও মাথা থেতলানো অবস্থায় পাওয়া যায়, তবে শরীরের বাকি অংশ অক্ষত ছিল। ধারণা করা হচ্ছে, গাড়ির ভেতরেই তাদের গুরুতর জখম করে হত্যা করা হয়েছে।
কলেজ কর্তৃপক্ষ জানায়, রোববার (১০ আগস্ট) ভোরে গাড়িটি পার্কিংয়ে ঢোকে এবং আর বের হয়নি। সকালে প্রধান নিরাপত্তারক্ষী গাড়িটি চেক করতে গিয়ে মরদেহ দেখতে পান এবং পুলিশে খবর দেন।
পুলিশ জানায়, গাড়ির মালিক রোববার ভোরে চিকিৎসাধীন এক আত্মীয়কে দেখতে হাসপাতালে আসেন। পরে তিনি চলে গেলেও চালক জাকির ও তার সঙ্গী মিজান গাড়িতেই ছিলেন। ঘটনাটি হত্যাকাণ্ড নাকি অন্য কিছু, তা জানতে সিআইডি ও অন্যান্য সংস্থা তদন্ত শুরু করেছে। মরদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ চলছে।