Friday, August 15, 2025

প্রেমের টানে দিনাজপুরে ছুটে এলো চিনা যুবক, অতঃপর যা ঘটে গেল

আরও পড়ুন

প্রেমের টানে জাতি, ধর্ম আর দেশের সীমানা পেরিয়ে বাংলাদেশে এসেছেন চীনের জিয়াংসু প্রদেশের যুবক ইয়ং সং সাও (৩৬)। পেশায় নির্মাণ প্রকৌশলী এই যুবক দিনাজপুরের বিরল উপজেলার রাণীপুকুর ইউনিয়নের কাজিপাড়া শিমুলতলা গ্রামের তরুণী সুরভী আক্তারকে বিয়ে করার উদ্দেশ্যে চীন থেকে ছুটে এসেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, এক বছর আগে ‘হ্যালো ট্যাগ’ নামের একটি অ্যাপসে সুরভীর সঙ্গে পরিচয় হয় ইয়ংয়ের। গুগল ট্রান্সলেটের মাধ্যমে কথা বলার মধ্য দিয়ে বন্ধুত্ব রূপ নেয় প্রেমে। সুরভী শর্ত দেন, বিয়ে করতে হলে তাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে। সেই শর্ত মেনেই বাংলাদেশে এসে ইসলাম ধর্ম গ্রহণ করেন ইয়ং সং সাও।

আরও পড়ুনঃ  নেত্রকোণায় হত্যা মামলার রায়, বেরিয়ে এল আসল রহস্য

গত ৪ আগস্ট চীন থেকে রওনা হয়ে ১০ আগস্ট সন্ধ্যায় প্রেমিকার বাড়িতে পৌঁছান ইয়ং। খবর ছড়িয়ে পড়তেই শত শত মানুষ ভিড় জমায় সুরভীর বাড়িতে এই বিদেশি বরকে একনজর দেখতে।

সুরভী স্থানীয় অটোচালক নুর হোসেন বাবু ও গৃহিণী সাথী আক্তারের মেয়ে। তার দুই বোনের মধ্যে তিনি ছোট। ইয়ংয়ের বাবা মৃত ইউয়ান সিকি ও মা লিউ ফেনহং।

সুরভীর পরিবার ও স্থানীয়রা জানিয়েছেন, চীনা যুবকের পরিচয় ও কাগজপত্র যাচাই করা হচ্ছে। সবকিছু ঠিক থাকলে শিগগিরই তাদের বিয়ে সম্পন্ন করা হবে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ