Sunday, August 10, 2025

জাতীয় নির্বাচন কবে, জানালেন সিইসি

আরও পড়ুন

আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

আজ শনিবার বিকেলে রংপুরে আঞ্চলিক নির্বাচন অফিসে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান।

সিইসি বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর জোর দিচ্ছি আমরা। নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। সেভাবেই প্রস্তুতি নিতে বলা হয়েছে নির্বাচন সংশ্লিষ্ট সব আইনশৃঙ্খলা বাহিনীকে। কোনো বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না।’

আরও পড়ুনঃ  সুনামগঞ্জে একটি গ্রামে উচ্চস্বরে গানবাজনা নিষিদ্ধ ঘোষণা

সিইসি আরও বলেন, ‘রংপুরের সার্বিক পরিস্থিতি সম্পর্কে আমরা জেনেছি, নির্বাচনে এখানে পদক্ষেপ সেই অনুযায়ী নেওয়া হবে।’

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ