Sunday, August 10, 2025

আজ থেকে অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু

আরও পড়ুন

আজ থেকে অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু। এর প্রধান কাজ হচ্ছে সুন্দর ভাবে নির্বাচন করা এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (৭ আগস্ট) উপদেষ্টা পরিষদের বৈঠকে সচিবালয়ে তিনি এসব কথা বলেন।

এর আগে বৈঠকে অংশ নিতে দ্বিতীয় দিনের মতো সচিবালয়ে আসেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার সচিবালয়ে আসাকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
সকালে সচিবালয়ের ৫ নম্বর গেট দিয়ে ভেতরে প্রবেশ করেন প্রফেসর ইউনূস।

আরও পড়ুনঃ  রাসেলস ভাইপার মারতে পারলেই ৫০ হাজার টাকা পুরস্কার!

জানা গেছে, সচিবালয়ে নতুন নির্মিত এক নম্বর ভবনের ৫ তলায় সকাল সাড়ে ১০টার দিকে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে উপদেষ্টা পরিষদের বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস।

প্রধান উপদেষ্টার আগমন ঘিরে সচিবালয়ের এক নম্বর গেট ছাড়া অন্য কোনো গেট দিয়ে গাড়ি প্রবেশ করতে দেওয়া হয়নি। এক নম্বর গেটে সোয়াত সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ