Tuesday, October 14, 2025

১২ দলীয় জোটে যুক্ত হচ্ছে নতুন দল

আরও পড়ুন

ইউনাইটেড লেবার পার্টি (ইউএলপি) নামে নতুন একটি রাজনৈতিক দল যুক্ত হচ্ছে ১২ দলীয় জোটে। গত ২১ জুলাই জাতীয় গণতান্ত্রিক পার্টিকে (জাগপা) অব্যাহতি দেওয়ার ফলে ১২ দলীয় জোটে একটি দল কম ছিল। আজ বুধবার ইউএলপির আত্মপ্রকাশ উপলক্ষে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সেখান থেকেই ১২ দলীয় জোটে থাকার বিষয়টি স্পষ্ট করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সংশ্লিষ্টরা জানান, গত ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে জাগপার সহসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান অংশগ্রহণ করায় গত ২১ জুলাই জাগপাকে ১২ দলীয় জোট থেকে অব্যাহতি দেওয়া হয়। এদিকে লায়ন ফারুক রহমান ও মো. আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বাংলাদেশ লেবার পার্টি থেকে সংগঠনের মহাসচিব মো. আমিনুল ইসলাম বেরিয়ে ইউএলপি নামে আলাদা দল গঠন করেন। তার দলের ভারপ্রাপ্ত মহাসচিব এম কামরুজ্জামান খান।

আরও পড়ুনঃ  মা-ছেলে বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করতে চায় : ইশরাক

দলের আত্মপ্রকাশ উপলক্ষে এক আলোচনা সভায় ১২ দলীয় জোটের প্রধান ও জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান ও জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম এবং বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান ও জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা প্রমুখ উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন ইউএলপির চেয়ারম্যান মুহাম্মাদ আমিনুল ইসলাম।

আপনার মতামত লিখুনঃ

জনপ্রিয় সংবাদ