Wednesday, October 15, 2025

আবারও বিস্ফোরণে কেঁপে উঠলো ইরান

আরও পড়ুন

ইরানে বন্দর আব্বাসে ভয়াবহ বিস্ফোরণের রেশ কাটতে না কাটতেই আবারও বিস্ফোরণের ঘটনা ঘটেছে দেশটিতে। রোববার (৪ মে) ইরানের মাশহাদ শহরের একটি বড় মোটরসাইকেল ও টায়ার ফ্যাক্টরিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর মেহের নিউজ এজেন্সি ও আলবাওয়াবার।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা গেছে, ধোঁয়ার কুণ্ডলিতে ছেয়ে গেছে আকাশের বড় একটি অংশ। তবে কীভাবে এই বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

আরও পড়ুনঃ  ঘুষ গ্রহণের দায়ে সাবেক কৃষিমন্ত্রীকে মৃত্যুদণ্ড

অনলাইনে পোস্ট করা ফুটেজ অনুসারে একটি ইসরায়েলি ওয়েবসাইট জানিয়েছে, শনিবার রাতে ইরানের কারাজ শহরের একটি বিদ্যুৎ কেন্দ্রে আরেকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

এর আগে গত ২৬ এপ্রিল ইরানের বন্দরনগরী বন্দর আব্বাসের বন্দরে বিস্ফোরণের ঘটনা ঘটে। ভয়াবহ ওই বিস্ফোরণে ৭০ জনের মৃত্যু হয়। এ ছাড়া আহত হয় আরও পাঁচশতাধিক মানুষ।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট জানায়, একটি শিপিং কনটেইনারে থাকা রাসায়নিক থেকে আগুনের সূত্রপাত হয়। যেটির প্রভাবে পরবর্তীতে সেখানে বিস্ফোরণের ঘটনা ঘটে।

আপনার মতামত লিখুনঃ

জনপ্রিয় সংবাদ