Thursday, July 31, 2025

সিরিয়ায় হঠাৎ অস্ত্র হাতে আসাদের অনুগামীরা, শতাধিক নিহত

আরও পড়ুন

গেল ডিসেম্বরে বাশার আল-আসাদের পতন হলে সিরিয়ায় দায়িত্ব গ্রহণ করে নতুন সরকার। এরপর সবচেয়ে ভয়াবহ সহিংসতার ঘটনায় শতাধিক মানুষ নিহত হয়েছেন। শুক্রবার রাতে আল জাজিরা জানিয়েছে, দেশটির নিরাপত্তা বাহিনী ও সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সমর্থকদের মধ্যে সংঘর্ষে এসব হতাহতের ঘটনা ঘটে।

স্থানীয় সময় বৃহস্পতিবার সিরিয়ার ভূমধ্যসাগরীয় উপকূলের লাতাকিয়া ও তার্তুস অঞ্চলে এই সংঘর্ষের সূত্রপাত। ওই এলাকাগুলোতে সিরিয়ার আলাওয়ি সম্প্রদায়ের মধ্যে আসাদের ব্যাপক সমর্থন ছিল। তবে তিন মাস ধরে সেখানে সাম্প্রদায়িক সহিংসতা চলছে।

আসাদের পরিবারও সিরিয়ার সংখ্যালঘু আলাওয়ি সম্প্রদায়ের। প্রায় অর্ধশতাব্দী ধরে এই পরিবার সিরিয়া শাসন করেছে। যদিও সিরিয়ার জনসংখ্যার মাত্র ১০ ভাগ আলাওয়ি সম্প্রদায়ভুক্ত। আসাদের পতনের পর অনেকে অস্ত্র সমর্পণ করলেও এখনো বহু আলাওয়ি গোষ্ঠী অস্ত্র ছাড়তে অস্বীকৃতি জানিয়েছে।

আরও পড়ুনঃ  সমন্বয়ক রাফির বিকাশ স্টেট*মেন্টে যা মিলল

নতুন সংঘর্ষের ঘটনা সিরিয়ার নতুন প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে; বিশেষ করে অস্ত্রধারী বিক্ষুব্ধ গোষ্ঠীগুলোকে নিয়ন্ত্রণ করা এখন মুখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘আমরা একটি সংকটপূর্ণ পর্যায়ে দাঁড়িয়ে আছি, যেখানে সবার সচেতনতা ও শৃঙ্খলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

সিরিয়ার সরকারি সংবাদ সংস্থা সানা জানিয়েছে, সংঘর্ষে বেশ কয়েকজন পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হওয়ার পর বিক্ষুব্ধ ও বিশৃঙ্খল জনতা উপকূলের দিকে অগ্রসর হয়।’ সিরিয়ার বর্তমান গোয়েন্দা প্রধান আনাস খাত্তাব দাবি করেছেন, এই হামলার পরিকল্পনা ও বাস্তবায়নের পেছনে সাবেক আসাদ সরকার-সমর্থিত সামরিক ও নিরাপত্তা বাহিনীর নেতারা রয়েছেন।

আরও পড়ুনঃ  ‘কোথায় গেলেন কাদের? বাসায় তো এলেন না’ প্রশ্ন ফখরুলের

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা গেছে, সিরিয়ার নিরাপত্তা বাহিনীর পাশাপাশি সাধারণ পোশাক পরা তরুণদের মাঝেও ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল হাসান আবদেল গানি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘সন্ত্রাসীরা এখন পাহাড়ে ছড়িয়ে আছে। কিন্তু তাদের জন্য একমাত্র গন্তব্য আদালত, যেখানে তারা বিচারের মুখোমুখি হবে।’ তিনি আসাদ-সমর্থকদের উদ্দেশে বলেন, ‘একটি হারানো যুদ্ধে জ্বালানি হবেন না। সিদ্ধান্ত নিন—অস্ত্র সমর্পণ করুন, নয়তো নিজের ভাগ্য মেনে নিন।

আরও পড়ুনঃ  ঘুরতে নিয়ে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে স্ত্রীকে হত্যা

সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, লাতাকিয়া ও তার্তুসের গ্রামীণ এলাকার ৬টি হাসপাতাল বৃহস্পতিবার রাতে হামলার শিকার হয়। সেখানে বহু হতাহতের ঘটনা ঘটেছে। সহিংসতার ঘটনায় সিরিয়ার বিভিন্ন শহরে সরকারপন্থী ও বিরোধী—উভয় ধরনের বিক্ষোভ হয়েছে। সিরিয়ার নতুন সরকারের অন্যতম প্রধান সমর্থক সৌদি আরব এই হামলাকে ‘অপরাধী গোষ্ঠীগুলোর সংগঠিত অপরাধ’ বলে নিন্দা জানিয়েছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ