Tuesday, January 21, 2025

বৈষম্যবিরোধীদের কেন্দ্রীয় অফিসে সমন্বয়কদের ওপর হা°মলা, পাল্টা মারধর

আরও পড়ুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় অফিসে সমন্বয়কদের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার পর সমন্বয়কদের একটি অংশ হামলাকারীদের মারধর করছেন। আজ মঙ্গলবার বেলা ৩টার দিকে রাজধানীর বাংলা মোটরস্থ রূপায়ান টাওয়ারে এ হামলার ঘটনা ঘটেছে।

পরে ৪টার দিকে সমন্বয়কদের একটি অংশ হামলাকারীদের তাদের অফিসের ভেতরে নিয়ে মারধর করেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তারা অফিসের ভেতরে অবস্থান করছেন। এ নিয়ে সেখানে উত্তেজনা দেখা দিয়েছে।

তবে মারধরের বিষয়টি অস্বীকার করে সমন্বয়ক রিফাদ রশীদ বলেন, আমরা কারও ওপর হামলা করিনি। যাত্রবাড়ীর একটা গ্রুপ এসে এখানে ঝামেলা করছে৷ এটা ছাত্র অধিকার পরিষদের একটা গ্রুপ এই কাজ করেছে।

আরও পড়ুনঃ  জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আন্দোলনে হামলা, নারীসহ আ°হত ১০

জানা যায়, দুপুরের যাত্রাবাড়ী থেকে আসা ৩০-৩৫ জনের একদল যুবক অফিসের শাটার বন্ধ করে এর সামনে অবস্থান নিয়ে হট্টগোল করেন। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী সদস্য নাঈম আবেদীন শাটার বন্ধে বাধা দিলে তার ওপর হামলা করে। এসময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা শুরু হয়।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ