Saturday, April 12, 2025

উপ*দেষ্টা হওয়ার প্রস্তাব পেলে যা করবেন সাদিয়া আয়মান

আরও পড়ুন

ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া আয়মান। ‘ফুলের নামে নাম’ ও ‘মায়া শালিক’ শিরোনামের ওয়েব ফিল্মে অভিনয় করে ভক্ত-অনুরাগীদের মনে বিশেষভাবে জায়গা করে নিয়েছেন। এরপর দর্শকমহলে নিজের অভিনয় দক্ষতার কারণে বেশ প্রশংসিত হয়েছেন। পাশাপাশি তিনি বিজ্ঞাপনে মডেল হিসেবেও কাজ করেছেন এবং বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে যুক্ত রয়েছেন।

সম্প্রতি অলটাইম ব্রেড নিবেদিত আরটিভির ‘স্টারস অফ টুয়েন্টি’ শিরোনামের একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলে সাদিয়া আয়মান। সেখানে কখনো নেতৃত্বে আসার ইচ্ছে আছে কি না জানতে চাইলে তিনি বলেন, রাজনীতি আমি বুঝি না।

আরও পড়ুনঃ  জনগণের সেবা করলে ভোটের চিন্তা থাকবে না: প্রধানমন্ত্রী

আন্দোলনের সময় আমি অনেক স্টাডি করেছি। যাই ঘটেছে সেগুলো সবসময় জানার চেষ্টা করেছি। আমি যখন ‘ল’ পড়েছি সে সময় আমার ক্রাইমের বই কিংবা ক্রাইমের কেইসগুলো স্টাডি করতে বেশ ভালো লাগতো।

যদি কখনো উপদেষ্টা হওয়ার জন্য কল আসে তখন কী করবেন জনাতে চাইলে তিনি বলেন, আমি উপদেষ্টা হতে চাই না। সবার যে আসন নিতে হবে কিংবা রাজনৈতিক জায়গা তৈরি করতে হবে এমন তো কোন কথা নেই।

আরও পড়ুনঃ  ৮০ কি. মি. বেগে ঝড়ের সম্ভাবনা, নদীবন্দরে সতর্ক সংকেত

তো আমিও সেই আসন চাই না। কারণ, তাহলে তো আমি প্রাণ খুলে কথা বলতে পারব না। দেশের নাগরিক হিসেবে কোনো সমস্যা হলে যেই পয়েন্টগুলো ধরে কথা বলার কথা আমি আসনে বসলে সেই কথাগুলো বলতে পারব না। সো আমি না হয় কথা বলার লোকই থাকি, কাজের জন্য তো বড় বড় লোক তো আছেই

‘স্টারস অফ টুয়েন্টি’ শিরোনামের অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন দীপু হাজরা। অনুষ্ঠানটি বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বেসরকারি টেলিভিশন আরটিভির প্রতিষ্ঠাবার্ষিকীতে আরটিভির পর্দার সন্ধ্যা ৬টা ৫ মিনিটে প্রচারিত হবে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ