Friday, August 1, 2025

গরমের দাপট বাড়বে আরও

আরও পড়ুন

রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগসমূহের ওপর দিয়ে মৃদু (৩৬-৩৭.৯০ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি (৩৮-৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস) ধরনের তাপ প্রবাহ বয়ে যাচ্ছে, তা আরও বিস্তার লাভ করতে পারে। এই তাপ প্রবাহ আজ শনিবার (১৩ এপ্রিল) হতে পরবর্তী ৭২ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

তাপ প্রবাহের সতর্কবার্তায় আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শনিবার (১৩ এপ্রিল) সকালে এ পূর্বাভাস জানানো হয়।

আরও পড়ুনঃ  ‘ডামি’ নির্বাচনের পর সরকার আরও বেশি বেপরোয়া: ফখরুল

এছাড়া, সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অফিস জানায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানানো হয়।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ