Monday, September 15, 2025

ইসরায়েল পাল্টা হামলা করলে দাতভাঙা জবাব দেয়া হবে: ঢাকায় ইরানের রাষ্ট্রদূত

আরও পড়ুন

মাহফুজ মিশু

ইসরায়েল পাল্টা হামলা করলে তার দাতভাঙা জবাব দেয়ার হুশিয়ারি দিয়েছে ইরান। ঢাকায় দেশটির রাষ্ট্রদূত মানসুর চাহুশি যমুনা নিউজকে জানান, তেহরানের সংযমী আচরণকে দূর্বলতা ভাবলে ভুল করবে তেল আবিব।

এর আগে, হামলার ভিডিও প্রকাশ করে ১৭০টি ড্রোন এবং ৩০টি ক্রুজ মিসাইল ধ্বংস করার দাবি করে ইসরায়েল। শনিবার (১৩ এপ্রিল) রাতের হামলায় সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে বলেও দাবি করেছে দেশটি।

হামলা ঠেকাতে ইসরায়েলের খরচ হয়েছে ১৩৫ কোটি ডলার বা ১৬ হাজার কোটি টাকা। হামলার পর প্রতিশোধমূলক অভিযানে ইসরায়েলের সাথে যে যুক্তরাষ্ট্র থাকবে না, রোববারই তা স্পষ্ট করেছে হোয়াইট হাউস। ফলে স্বাভাবিক হচ্ছে মধ্যপ্রাচ্য। আকাশসীমা বন্ধ করা দেশগুলোতেও বিমান চলাচল শুরু হয়েছে। গত ১ এপ্রিল দামেস্কে তেহরানের কনস্যুলেটে তেল আবিবের হামলার যে হুশিয়ারি দিয়েছিল ইরান তাই করেছে দেশটি।

আরও পড়ুনঃ  প্রত্যেকটি ছাত্র যেন রাইফেল চালাতে জানে, ট্রেনিং আমরা দেব: মেজর হাফিজ

এ বিষয়ে ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মানসুর চাহুশি যমুনা নিউজকে বলেন, সাধারণ মানুষ ও অর্থনীতির কথা ভেবে নূন্যতম আক্রমণ করেছে ইরান। এর মাধ্যমে ইসরাইলকে সতর্ক করার পাশাপাশি ভবিষ্যতে যেন তারা ভুল না করে সেই বার্তা দিয়েছি আমরা। তারা যদি আবার কিছু করে, তাহলে তার কড়া জবাব দেবে তেহরান। তার দায় ইসরাইলের মিত্রদেরও নিতে হবে।

তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যে শান্তি চাইলে এখনি ইসরাইলকে থামাতে হবে। আর এই উদ্যোগ তার মিত্রদেরকেই নিতে হবে। যে গণহত্যা ফিলিস্তিনে চলছে, তা বন্ধ করতে আমরা সবাইকে পাশে চাই। মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ফিলিস্তিন সংকটের স্থায়ী সমাধান জরুরি বলে মনে করেন এই রাষ্ট্রদূত।

আরও পড়ুনঃ  রাজধানীর সড়কে মধ্যরাতে প্রাণ হারালো মাদ্রাসার শিশু শিক্ষার্থী

এদিকে, হামলার পরও কৌশলী অবস্থানে যুক্তরাষ্ট্র, সৌদি আরব এমনকি ইউরোপীয় ইউনিয়নও। মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ফিলিস্তিন সংকটের স্থায়ী সমাধান জরুরি বলে মনে করেন এই রাষ্ট্রদূত।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ