Monday, April 7, 2025

টয়লেট ব্যবহার করে টাকা দিতে হবে অনলাইনে

আরও পড়ুন

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার শিয়ালদার বিভিন্ন রেলস্টেশন দিয়ে যারা যাতায়াত করেন, তারা স্টেশনের শৌচাগার ব্যবহার করতে গিয়ে অনেক সময় সমস্যায় পড়েন।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, অনেকে টয়লেট ব্যবহার করার পর খুচরা না থাকায় টাকা দিতে পারেন না। সে সমস্যা এড়াতে স্টেশনের যে স্থানে ইউজ টয়লেট থাকবে তার বাইরে কিউআর কোড থাকবে। যাত্রীরা নির্দিষ্ট শৌচালয়ে যাওয়ার পরে তাদের আর খুচরা টাকা নিয়ে চিন্তা করতে হবে না। কিউ আর কোড দিয়েই সেখানে খুচরা টাকা দেওয়া যাবে। নির্দিষ্ট কোড স্ক্যান করে প্রয়োজনীয় টাকা দেওয়া যাবে।

আরও পড়ুনঃ  জাতিসঙ্ঘে ফিলিস্তিনের সদস্যপদ, ভেটো দেবে যুক্তরাষ্ট্র!

কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বারবার বলা হয়েছে নগদবিহীন লেনদেনের কথা। কিন্তু স্টেশনের শৌচাগারে এই কিউআর কোডের বিশেষ ব্যবস্থা ছিল না।

রেলস্টেশন সূত্রে জানা গেছে, শৌচালয় প্রবেশ করলে কিউআর কোড দেখা যাবে। সে কোড স্ক্যান করলেই যাত্রীরা টাকা দিতে পারবেন। এখন আর খুচরা টাকা না থাকলেও সমস্যা হবে না।

নতুন এই ব্যবস্থা চালু হওয়ায় এখন কেউ আর অভিযোগ করতে পারবেন না যে খুচরা টাকা না থাকায় তার কাছে বেশি টাকা নেওয়া হয়েছে। অথবা লাইনে দাঁড়িয়ে টাকা পরিশোধের ঝামেলায়ও পড়তে হবে না।

আরও পড়ুনঃ  মক্কা-মদিনায় সেলফিতে মত্ত মুসল্লিরা, বিরক্ত কাবার ইমাম

এদিকে যাত্রীরা এ কোড স্ক্যান করে টিকিটও কাটতে পারেন। তাহলে ট্রেনের টিকিট কাউন্টারের সামনে দীর্ঘ লাইনে দাঁড়াতে হবে না।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ