বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন পরিচালনা পর্ষদের নির্বাচনকে ঘিরে বড় ধরনের নাটকীয়তা সৃষ্টি হয়েছে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে সাবেক অধিনায়ক তামিম ইকবাল প্রথমে নির্বাচন থেকে সরে দাঁড়ান। এরপর একে একে আরও ১৪ জন পরিচালক পদপ্রার্থী নির্বাচন থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছেন। এই ১৫ জনের অনেকেই পরিচালক হওয়ার দৌড়ে বেশ এগিয়ে ছিলেন।
আজ (বুধবার) দুপুর ১২টা পর্যন্ত ছিল বিসিবি নির্বাচনের পরিচালক পদের প্রার্থিতা বাতিলের শেষ সময়। সকাল দশটা নাগাদ মিরপুরে হাজির হয়েছিলেন তামিম ইকবাল। গুঞ্জন ছিল প্রার্থিতা প্রত্যাহার করতেই তার এই আগমন, শেষ পর্যন্ত সেই গুঞ্জনই সত্যি হলো।
তামিমের প্রার্থিতা প্রত্যাহারের দিনে সাঈদ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, সৈয়দ বোরহানুল ইসলাম এবং রফিকুল ইসলাম বাবুর মতো হেভিওয়েট প্রার্থীরাও সরে দাঁড়িয়েছেন। এই ব্যাপক প্রত্যাহারের মূল কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে গতকালের (মঙ্গলবার) হাইকোর্টের নির্দেশনা।
সাবেক বিসিবি সভাপতি ফারুক আহমেদের করা এক রিটের প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট তৃতীয় বিভাগ বাছাই ক্রিকেট থেকে উঠে আসা বিতর্কিত ১৫টি ক্লাবের কাউন্সিলর বা প্রতিনিধির নাম চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্তির কার্যক্রম স্থগিত করেন। আদালতের এই নির্দেশের পরই মূলত তামিমসহ অন্যদের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর গুঞ্জন জোরালো হয়।
নির্বাচন থেকে সরে দাঁড়ানো ১৫ জন প্রার্থী হলেন:
১. তামিম ইকবাল (ওল্ডডিওএইচএস) ২. রফিকুল ইসলাম বাবু (ইন্দিরা ক্রীড়াচক্র) ৩. মাসুদুজ্জামান (মোহামেডান) ৪. সাঈদ ইব্রাহীম আহমেদ (ফেয়ার ফাইটার্স) ৫. মির হেলাল (চট্টগাম জেলা) ৬. সৈয়দ বুরহান হোসেন পাপ্পু (তেজগাঁও ক্রিকেট একাডেমি) ৭. ইসরাফিল খশরু (এক্সিউম ক্রিকেটার্স) ৮. সাব্বির আহমেদ রুবেল (প্রগতি সেবা সংঘ) ৯. তৌহিদ তারেক (পাবনা) ১০. অসিফ রাব্বানী (শাইনপুকুর) ১১. সিরাজ উদ্দিন মোহাম্মদ আলমগীর (ক্যাটাগরি-৩) ১২. ইয়াসির আব্বাস (আজাদ স্পোর্টিং) ১৩. ফাহিম সিনহা (সুর্যতরিণ) ১৪. সাইফুল ইসলাম সপু (গুপিবাগ ফ্রেন্ডস) ১৫. ওমর শরীফ মোহাম্মদ ইমরান (বাংলাদেশ বয়েজ)
দুপুর ২টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের কথা রয়েছে। হেভিওয়েট প্রার্থীরা সরে যাওয়ায় আগামী ৬ অক্টোবর অনুষ্ঠেয় বিসিবি নির্বাচনের সমীকরণ নাটকীয়ভাবে পাল্টে গেল।