কলম্বোর সবুজ মাঠে বাজল লাল-সবুজের জয়গীতি। সাফ অনূর্ধ্ব-১৭ ফুটবলে পাকিস্তানকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ কিশোর দল।
ম্যাচের শুরুতেই আক্রমণে ঝড় তোলে বাংলাদেশ। খেলার মাত্র তিন মিনিটে পাকিস্তানি গোলরক্ষকের ভুলে গোল পায় লাল-সবুজের তরুণরা। সতীর্থকে বল দিতে গিয়ে গোলরক্ষক বল ধরে রাখতে ব্যর্থ হন, যা নাজমুল হুদা ফয়সালের পায়ে পড়ে এবং ঠাণ্ডা মাথায় জালে পাঠান।
পরের মিনিটেই আসে দ্বিতীয় গোল। ডান দিক থেকে একক কৌশলে ডিফেন্ডারদের কাটিয়ে কোণাকুনি জোরালো শটে বল জালে জড়ান ফরোয়ার্ড অপু। এ মুহূর্তে ২-০ তে এগিয়ে যায় বাংলাদেশ।
এরপর দুই দলই গোলের সুযোগ পেলেও কোনো দলই আর পারল না। বাংলাদেশের ডিফেন্ডার ও গোলরক্ষকের দৃঢ়তায় পাকিস্তানের চেষ্টাও রুখে যায়।
নেপাল ও ভারতের মধ্যে আজ রাতে হবে দ্বিতীয় সেমিফাইনাল, যার বিজয়ীর সঙ্গে ২৭ সেপ্টেম্বর শিরোপা লড়াইয়ে নামবে বাংলাদেশ কিশোর দল।