Wednesday, October 8, 2025

আখতারকে ডিম নিক্ষেপ, ঢাকায় আ.লীগের সেই নেতা গ্রেপ্তার

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রে এনসিপির সদস্যসচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনায় আর্থিক সহায়তা দেওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক উপ-কমিটির কার্যনির্বাহী সদস্য এবং বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি মো. মোজাম্মেল হককে (৬৭) গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন
বুধবার (২৪ সেপ্টেম্বর) ঢাকার গুলশান-১ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, মোজাম্মেল হক সম্প্রতি যুক্তরাষ্ট্রে এনসিপি নেতা আকতার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনায় জড়িত নেতাকর্মীদের টাকা পাঠিয়েছিলেন। এছাড়া তার বিরুদ্ধে আওয়ামী লীগের মিছিল আয়োজনে অর্থায়ন করার অভিযোগ রয়েছে।

আরও পড়ুনঃ  এক পর্যায়ে ফোনে গান গাওয়া শুরু করেন শেখ হাসিনা

ওসি আরও জানান, মোজাম্মেল হকের মোবাইল ফোন থেকে আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচির সূচি সংগ্রহ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করার প্রমাণও পাওয়া গেছে।

বিজ্ঞাপন

এ ঘটনায় গুলশান থানা পুলিশের উপপরিদর্শক মো. মাহাবুব হোসাইন সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করেন।

বিজ্ঞাপন
এদিকে, আসামি মোজাম্মেল হককে আজ (বৃহস্পতিবার) আদালতে উপস্থিত করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন আদালত মোজাম্মেল হককে ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

আপনার মতামত লিখুনঃ

জনপ্রিয় সংবাদ