Wednesday, October 8, 2025

আখতারের ওপর হামলায় আটক যুবলীগ কর্মীর পরিচয় মিলেছে

আরও পড়ুন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যুবলীগ কর্মী মিজানুর রহমানকে আটক করেছে পুলিশ।

ঘটনাটি ঘটে ২২ সেপ্টেম্বর রাতে নিউইয়র্কের জ্যাকসন হাইটস এলাকায়। ডিম নিক্ষেপের পরপরই পুলিশ তাকে হাতকড়া পরিয়ে আটক করে। প্রত্যক্ষদর্শীরা জানান, মিজানুর রহমান ডিম ছোড়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান দেন এবং সঙ্গে থাকা অন্য আওয়ামী লীগ নেতা-কর্মীরাও সেই স্লোগানে সাড়া দেন।

আরও পড়ুনঃ  ভারতকে পাক সেনাপ্রধানের পরমাণু যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

স্থানীয় সূত্রে জানা গেছে, মিজানুর রহমান সিলেটের বাসিন্দা এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের একজন কর্মী। ঘটনার সময় তিনি বাংলাদেশ স্ট্রিটে অবস্থান করছিলেন। তাকে আদালতে তোলা হবে বলে জানা গেছে।

উল্লেখ্য, ড. ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক সফরে গেলে আখতার হোসেন তার সফরসঙ্গী হিসেবে সেখানে যান। এ সময় একটি সংগঠিত হামলার অংশ হিসেবে আখতারকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়, যার ভিডিও ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

আপনার মতামত লিখুনঃ

জনপ্রিয় সংবাদ