Wednesday, October 8, 2025

সব দলিল যাচ্ছে অনলাইনে, ভূমি মালিকদের করণীয়

আরও পড়ুন

বাংলাদেশে ভূমি ব্যবস্থাপনায় বড় পরিবর্তন আসছে। এবার দলিল রেজিস্ট্রেশন ও সংরক্ষণ পুরোপুরি ডিজিটাল প্ল্যাটফর্মে নেওয়া হচ্ছে। ১৯০৮ সাল থেকে ২০২৫ পর্যন্ত রেজিস্ট্রি অফিসে রাখা সব দলিল ধাপে ধাপে স্ক্যান করে অনলাইনে যুক্ত করা হবে।

এর ফলে কয়েক ক্লিকেই দলিল খোঁজা, যাচাই ও ডাউনলোড করা যাবে। আইনজীবীদের মতে ভূমি মালিকদের জন্য এটি সুখবর। এখন পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে দলিল সংগ্রহ সম্ভব হবে।

তবে ১৯৪৭ ও ১৯৭১ সালের মতো সময়ের বহু দলিল হারিয়ে যাওয়ায় সেগুলো অনলাইনে পাওয়া যাবে না। এসব দলিল যাদের কাছে আছে, তাদের নির্দিষ্ট সময়ের মধ্যে রেজিস্ট্রি অফিসে কপি জমা দিতে হবে।

আরও পড়ুনঃ  বিটিসিএলের এক সিমেই আনা হচ্ছে একসাথে কল, ডাটা ও বিনোদনের সমাধান!

ডিজিটাল দলিল সিস্টেম দুর্নীতি ও প্রতারণা রোধে বড় ভূমিকা রাখবে। আগে দলিল খোঁজার জন্য ঘুষ দিতে হতো কয়েক হাজার টাকা, অথচ সরকারি ফি মাত্র ২০ টাকা। নতুন সিস্টেম চালু হলে এই হয়রানি আর থাকবে না।

ভূমি মালিকদের করণীয়

সিস্টেম চালু না হওয়া পর্যন্ত অপেক্ষা করা।

অনলাইনে পাওয়া যাবে না এমন দলিল কপি আকারে জমা দেওয়া।

জাল দলিল গ্রহণযোগ্য নয়।

প্রকল্প শেষ হলে নির্দিষ্ট ওয়েবসাইট থেকে নির্ধারিত ফি দিয়ে দলিল ডাউনলোড করা যাবে। মূল দলিল হারালেও অনলাইন কপি প্রমাণ হিসেবে কার্যকর হবে।

আরও পড়ুনঃ  চট্টগ্রামে সংঘর্ষ চলাকালে পিস্তল হাতে কে এই যুবক (ভিডিও)

দীর্ঘমেয়াদে সুবিধা

জমি সংক্রান্ত বিরোধ ও প্রতারণা কমবে,

প্রবাসীরাও সহজে দলিল পাবেন,

নাগরিকদের সেবা হবে দ্রুত ও স্বচ্ছ।

সব মিলিয়ে, এই উদ্যোগ বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনাকে নতুন যুগে নিয়ে যাবে।

আপনার মতামত লিখুনঃ

জনপ্রিয় সংবাদ