Wednesday, October 8, 2025

শরীরে বাসা বাঁধা রোগের কথা চিরকুটে লিখে আইনজীবীর আত্মহত্যা!

আরও পড়ুন

ঝালকাঠিতে শামীম হোসেন জয় (৩৬) নামে এক আইনজীবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত ১০টার দিকে শহরের চাঁদকাঠি এলাকার ভাড়াবাসায় সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় একটি চিরকুটও উদ্ধার করে পুলিশ।

জয় জেলার নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের দক্ষিণ দুধারিয়া এলাকার মোজাম্মেল হক মোল্লার ছেলে।

পুলিশের উদ্ধার করা চিরকুটে লেখা ছিল, ‘আমার শরীরে যে রোগ বাসা বেঁধেছে, তাতে আমার মৃত্যু অনিবার্য। শরীরের কষ্ট, মানসিক চাপ আমি আর নিতে পারছি না। তাই সবকিছু ভেবেচিন্তে আত্মহত্যার পথ বেছে নিলাম। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমি আমার ভুলগুলো বুঝতে পেরেছি এবং অনুতপ্ত। আমাকে ভুল বুঝবেন না। পারলে ক্ষমা করে দেবেন।’

আরও পড়ুনঃ  আন্দোলনে নিহতদের জন্য মসজিদে নববীতে মাসুদ সাঈদীর দোয়া

নিহত শামীম হোসেনের স্বজনরা জানান, শামীমের কোমরে ব্যথাজনিত সমস্যা ছিল। ভারতে চিকিৎসার জন্য তিনি পাসপোর্টও করেন। পুলিশ সেই পাসপোর্ট উদ্ধার করে।‎‎

ঝালকাঠি সদর থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ঘটনাস্থলে একটি চিরকুট পাওয়া গেছে। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলেই ধারণা করছেন। বিস্তারিত জানতে তদন্ত চলছে।

আপনার মতামত লিখুনঃ

জনপ্রিয় সংবাদ