Wednesday, October 8, 2025

ব্রেকিং নিউজ : সালাউদ্দীন আহমেদ আর নেই

আরও পড়ুন

সাবেক অ্যাটর্নি জেনারেল সালাউদ্দীন আহমেদসাবেক অ্যাটর্নি জেনারেল ও জ্যেষ্ঠ আইনজীবী সালাউদ্দীন আহমেদ (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) রবিবার (২১ সেপ্টেম্বর) ভোরে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৭৭ বছর। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সাবেক অ্যাটর্নি জেনারেল স্কয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন এবং সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। সালাউদ্দীন আহমেদ ২০০৮ সালের ২০ জুলাই তত্ত্বাবধায়ক সরকারের সময়ে অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পান এবং ২০০৯ সালের ১২ জানুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করেন।

আরও পড়ুনঃ  নিরবে আপনার ফেসবুক প্রোফাইল ভিজিট করছে কে, জেনে নিন

২০০৭ সালের ১৩ ফেব্রুয়ারি থেকে তিনি অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের দায়িত্বও পালন করেছিলেন। আইন পেশায় তার দীর্ঘ অভিজ্ঞতা ছিল সমৃদ্ধ। ১৯৮২ সালে হাইকোর্ট, ২০০২ সালে আপিল বিভাগে আইনজীবী হিসেবে যোগ দেন। তিনি ১৯৭৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি পাস করার পর ১৯৮০ সালে আইন পেশায় যুক্ত হন। সালাউদ্দীন আহমেদ যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৪ সালে এলএলএম ডিগ্রি অর্জন করেন। এছাড়া ১৯৬৯ সালে যুক্তরাজ্যের লন্ডন স্কুল অব ইকনমিক্স থেকে অর্থনীতিতে স্নাতক এবং ১৯৭০ সালে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি গ্রহণ করেন।

আরও পড়ুনঃ  ব্রেকিং নিউজ: হঠাৎ তারেক রহমানের দেশে ফেরার গুঞ্জন

তবে আইনজীবীর পাশাপাশি শিক্ষাব্যক্তিত্ব হিসেবেও তিনি সুপরিচিত ছিলেন। ১৯৭১ থেকে ১৯৭৭ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক এবং ১৯৮০ থেকে ১৯৮৩ সাল পর্যন্ত ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সালাউদ্দীন আহমেদের মৃত্যুতে আইন ও শিক্ষাক্ষেত্রে শূন্যতা তৈরি হয়েছে। তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

আপনার মতামত লিখুনঃ

জনপ্রিয় সংবাদ