Sunday, September 7, 2025

এবার পিনাকী ভট্টাচার্যের ওপর ক্ষেপেছেন শেখ হাসিনা

আরও পড়ুন

৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে যাওয়ার পর থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। এদিকে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর অন্তর্বর্তী সরকার নিষেধাজ্ঞা জারি করলেও, দিল্লি থেকে ভিডিও কলের মাধ্যমে নেতাকর্মীদের ক্রমাগত নির্দেশনা দিয়ে যাচ্ছেন তিনি। এমনকি বিরোধীদের হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।

সম্প্রতি আলোচনায় এসেছে ফ্রান্সে প্রবাসী ইউটিউবার পিনাকি ভট্টাচার্যকে ঘিরে শেখ হাসিনার একটি বক্তব্য। পিনাকি তার ফেসবুক ওয়ালে একটি ভিডিও শেয়ার করেন, যেখানে শেখ হাসিনাকে ফ্রান্সে বসবাসরত আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে বলতে শোনা যায়— “পিনাকি ভট্টাচার্যকে শ্বশুরবাড়িতে পাঠিয়ে দাও।” জবাবে নেতাকর্মীরা বলেন, “জি আপা, আমরা খবর নিয়েছি, তার শ্বশুরবাড়ি টাঙ্গাইলে।”

আরও পড়ুনঃ  দাফনের জায়গা নেই, মায়ের লাশ নিয়ে অপেক্ষা সন্তানের

ভিডিও প্রসঙ্গে এক পোস্টে পিনাকি লেখেন, “হাসিনার মূল সমস্যা আমাকে নিয়ে নয়, বরং আমার শ্বশুরবাড়ি টাঙ্গাইল নিয়ে। দুইবারই সে আমার নামের সাথে শ্বশুরবাড়ির কথাও তুলেছে। কেন আমার শ্বশুরবাড়িকে নিয়ে তার এত সমস্যা, সেটা বুঝতে পারছি না।”

অন্য এক পোস্টে তিনি আরও লেখেন, “হাসিনা সম্ভবত আমাকে ধানমন্ডি ৩২ ভাঙার জন্য এককভাবে দায়ী মনে করে। আমি জানি, আওয়ামী লীগের পবিত্র আইকনগুলোর বিরুদ্ধে কথা বলার পরিণতি ভয়াবহ হয়। হাসিনা যতদিন বেঁচে থাকবে, ততদিন প্রতিশোধ নেওয়ার চেষ্টা চালাবে।”

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ