Sunday, August 24, 2025

মৃত্যুর আগে ‘পানি পানি’ বলে কাতরাচ্ছিল মাহিন

আরও পড়ুন

বাড়ি থেকে ৩০০ ফুট দূরত্বে সেতুর রেলিংয়ে বেঁধে রিহান উদ্দিন মাহিনকে পেটাচ্ছেন তৈয়ব, আজাদ, শাওন, ইলিয়াস ও ইয়াছিন। বাঁচাতে ছুটে যান বাবা-মা ও চাচা। কারও মিনতিতে মন গলেনি অভিযুক্তদের। নির্যাতনের এক পর্যায়ে ‘পানি পানি’ বলে কাতরাচ্ছিল মাহিন। সেতুর ওপরই ঢলে পড়ে সে।

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগরে গত শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে। গতকাল শনিবার সরেজমিন জানা যায়, এক সপ্তাহ আগে কাঞ্চননগরে মুছার ঘরে চুরি হয়। এতে সন্দেহ করা হয় তিন কিশোরকে। এ অভিযোগে তাদের নির্যাতন করা হয়। এর ভিডিও ভাইরাল ও গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর এলাকা ছেড়ে পালিয়েছেন জড়িতরা। মাহিনের দুই বন্ধু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

মাহিনের চাচা মো. ওসমান বলেন, ‘মাহিনকে মারধর করার খবর পেয়ে সেতুতে আসি। এসে রেলিংয়ে বাঁধা ছেলেকে জড়িয়ে ধরেন তার বাবা লোকমান। মা খাদিজা গিয়ে তৈয়ব, আজাদের পায়ে ধরে ছেলের প্রাণভিক্ষা চান। আমি সর্দার নাজিম মাস্টারের বাড়ি যাই। কিন্তু নাজিম মাস্টার এদের মেরে লাশ পানিতে ভাসিয়ে দিতে বলেন। আমাকেও বেঁধে মারতে বলেন। আমি ভয়ে চলে আসি। ভাই ছেলেকে ছাড়াতে চাইলে তাঁকেও মারধর করে। এরা এত হিংস্র ছিল যে কারও কথাই শুনছিল না। মারতে মারতে নিস্তেজ হয়ে যাওয়া ভাতিজা মাহিন পানি খেতে চায়। আমি পানি নিয়ে এগিয়ে গেলে তাকে পানি খেতে দেয়নি। আমরা গরিব হওয়ায় সবার সামনে চোর অপবাদ দিয়ে ভাতিজাকে খুন করে ওরা।’
বাবা মো. লোকমান বলেন, ‘ছেলেকে মারধর করছে শুনে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরি। তখনও তারা আমাকেসহ মারধর করতে থাকে। তাদের হাতে-পায়ে ধরেও নির্যাতন ঠেকাতে পারিনি। আমার সামনে ছেলেকে চোর অপবাদ দিয়ে খুন করেছে।’

আরও পড়ুনঃ  ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠের সময় ড. ইউনূসের পাশে থাকা কে এই তরুণী!

এ ঘটনায় গত শুক্রবার রাতে মা খাদিজা বেগম পাঁচ আসামির নাম উল্লেখ খুনের মামলা করেন। আসামিরা হলেন– নাজিম উদ্দিন, মোহাম্মদ তৈয়ব, মহিউদ্দিন, মুহাম্মদ নোমান ও মুহাম্মদ আজাদ। এদের মধ্যে দুই আসামি মুহাম্মদ নোমান ও মুহাম্মদ আজাদকে পুলিশ গ্রেপ্তার করে আদালতে পাঠায়। গতকাল শনিবার চট্টগ্রাম মুখ্য বিচারিক হাকিম আদালত দুই আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান। মামলায় পাঁচজনের নাম ছাড়াও অজ্ঞাতপরিচয় সাতজনকে আসামি করা হয়েছে। গ্রেপ্তার নোমান ও আজাদ কাঞ্চননগর গ্রামের বাসিন্দা।
থানার ওসি নুর আহমদ বলেন, অন্য তিন আসামিসহ জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

আরও পড়ুনঃ  ‘জাতির পিতাকে ভালোবাসার দায়ে যদি চাকরি যায়, তবে তাই হোক!’

পুলিশ সূত্রে জানা গেছে, তিন কিশোর বন্ধু কক্সবাজার বেড়াতে যায়। ঘুরে তারা চট্টগ্রাম ফিরে আসে। চট্টগ্রাম শহরের অক্সিজেন মোড় থেকে শুক্রবার মধ্যরাতে ফটিকছড়ির কাঞ্চননগর পর্যন্ত ৭৫০ টাকায় সিএনজিচালিত অটোরিকশা ভাড়া করে। অটোরিকশা নিয়ে তারা শুক্রবার ভোরে চেইঙ্গাছড়া সেতুর ওপর নামে। নেমে তাদের কাছে থাকা ৫০ টাকা দেয়। বাকি টাকা বাসা থেকে এনে দিতে চাইলে চালকের সঙ্গে ঝগড়া হয়। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এসে চোর সন্দেহে ‘চোর চোর’ বলে চিৎকার করে। তিন কিশোর ভয়ে পাশের বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। সেখান থেকে স্থানীয়রা তাদের ধরে এনে সেতুর সঙ্গে বেঁধে পেটায়।
এদিকে, এ ঘটনায় মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) নিন্দা, ক্ষোভ ও গভীর উদ্বেগ প্রকাশ করছে। গতকাল সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ধরনের বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সমর্থনযোগ্য নয়। ঘটনাটি মানবাধিকারের চরম লঙ্ঘন।

হাতিয়ায় বিদ্যুৎমিস্ত্রি গ্রেপ্তার
নোয়াখালীর হাতিয়ায় চোর আখ্যা দিয়ে লোকমান হোসেন নামের (২৮) এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। শুক্রবার রাতে তিনজনের বিরুদ্ধে মামলাটি করেন আহত মোস্তাফিজুর রহমান। মামলার প্রধান আসামি বিদ্যুৎমিস্ত্রি তারেক আজিজকে পুলিশ গ্রেপ্তার করেছে। হাতিয়া থানার ওসি এ কে এম আজমল হুদা বলেন, শুক্রবার রাতে তিনজনকে আসামি করে মামলাটি করেন নিহতের সহকর্মী মো. মোস্তাফিজ।

আরও পড়ুনঃ  এমপি আনার হত্যার চাঞ্চল্যকর ছবি ও তথ্য প্রকাশ্যে

লোকমান শেরপুরের সদর উপজেলার চকপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ঠিকাদারের কর্মচারী ছিলেন। গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জাহাজমারা বাজারে তাঁকে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়।

কুমিল্লায় গণপিটুনিতে জড়িত ৭ জন গ্রেপ্তার
কুমিল্লায় যুবককে গণপিটুনিতে হত্যার ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কোতোয়ালি থানার ওসি মহিনুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় নগরীতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় অশোকতলায় বিসিক শিল্পনগরীর ফুলমতি ভবনের জান্নাত ফুড ফ্যাক্টরিতে সায়েমকে হত্যা করা হয়। সায়েম অশোকতলার ভাড়াটিয়া অটোরিকশাচালক আমিনুল ইসলামের ছেলে, বাড়ি রংপুরে। এ ঘটনায় গ্রেপ্তাররা হলেন মেহেদি হাসান (১৮), জোবায়ের আহমেদ (২০), সিয়াম (১৮), মেহেদী (২১), নাঈম (২১), এমদাদ (২১) ও ইমাম হোসেন।
ওসি মহিনুল ইসলাম বলেন, সায়েমের বাবা অজ্ঞাতপরিচয় ৫০ জনকে আসামি করে মামলা করেছেন। গ্রেপ্তাররা গণপিটুনিতে জড়িত বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ