রাজনৈতিক মহলে বহুল আলোচিত অনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জল্পনার অবসান ঘটাল নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসিরউদ্দিন স্পষ্ট জানিয়েছেন, পিআর পদ্ধতি সংবিধানে নেই। তাই সংবিধানের বাইরে গিয়ে কোনো নির্বাচন আয়োজনের সুযোগ নেই। তবে ভবিষ্যতে আইন পরিবর্তন হলে এই পদ্ধতিতে ভোট আয়োজন সম্ভব হতে পারে।
শনিবার সকালে রাজশাহী আঞ্চলিক লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় রাজশাহী অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।
সিইসি আরও জানান, নির্বাচনকালে আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে সেনাবাহিনীকে আইনশৃঙ্খলা বাহিনীর অংশ হিসেবে অন্তর্ভুক্ত করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। তবে সেনাবাহিনীকে “স্ট্রাইকিং ফোর্স” হিসেবে নয়, বরং আইনশৃঙ্খলা বাহিনীর অন্তর্ভুক্ত করেই কাজে লাগানো হবে।
একইসঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, জেলা প্রশাসক বা পুলিশ সুপারদের পদায়ন নিয়ে কমিশনের কোনো পরিকল্পনা নেই। আসন্ন নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ভোটকেন্দ্র দখল প্রসঙ্গে সিইসি হুঁশিয়ারি দিয়ে বলেন, “ভোট আসতে আসতে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। যারা ব্যালট বাক্স দখলের স্বপ্ন দেখছে, তাদের স্বপ্ন ভঙ্গ হবে। ভোটকেন্দ্র দখলের চেষ্টা করলে পুরো কেন্দ্রের ভোট বাতিল করা হবে।”