Wednesday, October 15, 2025

নয়া দিগন্তের সাবেক সম্পাদক আলমগীর মহিউদ্দিনের ইন্তেকাল

আরও পড়ুন

নয়া দিগন্তের সাবেক সম্পাদক আলমগীর মহিউদ্দিন শনিবার দুপুর দেড়টায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

গত ৩০ মে বাসায় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাকে দ্রুত রাজধানীর আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিছুটা সুস্থ হলে কয়েকদিন পর তাকে বাসায় নেয়া হয়। গত সপ্তাহে তিনি আবার অসুস্থ হয়ে পড়লে আবার একই হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আরও পড়ুনঃ  রাষ্ট্রপিতাকে বাতিল করলে জন্ম-পরিচয় থাকবে না: কাদের সিদ্দিকী

চিকিৎসকরা জানিয়েছেন, তার দেহে খনিজ অসমতা, সোডিয়াম, ক্লোরিন, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম ও পটাসিয়ামের মতো এক বা একাধিক খনিজের মাত্রাতিরিক্ত উপস্থিতি অথবা ঘাটতি দেখা দেয়।এছাড়া তার ইউরিন, শ্বাসকষ্ট, ব্লাড প্রেসার ওঠানামাসহ নানাবিধ সমস্যা ছিল বলেও চিকিৎসকরা জানিয়েছেন।

চার বছর আগে তার স্ত্রী মারা গেছেন। আলমগীর মহিউদ্দিন দুই মেয়ের বাবা।

দীর্ঘ সাংবাদিক জীবনে আলমগীর মহিউদ্দিন ২০০৪ সাল থেকে ২০২৫ এর জুন পর্যন্ত দৈনিক নয়া দিগন্ত এর সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি Bangladesh Sangbad Sangstha (BSS), Morning News, Bangladesh Times ও The New Nation এ কাজ করেছেন ।

আরও পড়ুনঃ  ‘স্কুল-কলেজের সভাপতি সরকারি চাকরিজীবী ছাড়া হতে পারবে না’

২০১৩ সালে গঠিত Editors’ Council-এর একজন প্রতিষ্ঠাতা সদস্য তিনি। যা মিডিয়া স্বাধীনতা সংরক্ষণ, পেশাদার সাংবাদিকতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

প্রবীণ সাংবাদিক আলমগীর মহিউদ্দিন নাটোর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি চাঁচকৈড় নাজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেন।

পরে রাজশাহী কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি ওই বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

আপনার মতামত লিখুনঃ

জনপ্রিয় সংবাদ