Wednesday, August 20, 2025

ইতালি যাওয়ার এক দিন পরই বাংলাদেশির মৃত্যু

আরও পড়ুন

ইতালির রোমে পৌঁছার এক দিন পর মারা গেছেন ফেনীর পরশুরামের সোহাগ দেওয়ান (৩২)।পরিবারের সদস্যরা জানান, শ্বাসনালির ক্যান্সারের চিকিৎসার জন্য তিনি ইতালি যান।

মঙ্গলবার (১৯ আগস্ট) রাত ২টার দিকে ইতালির হাসপাতালে চিকিৎসা শেষে বড় ভাই বাবলু দেওয়ানের বাসায় পৌঁছলে হঠাৎ অসুস্থ হয়ে তিনি মারা যান। গত ১৬ আগস্ট তিনি ইতালির উদ্দেশ্যে যাত্রা করেন। পরদিন রোববার (১৭ আগস্ট) বিকেলে রোমে পৌঁছান সোহাগ।

নিহত সোহাগ দেওয়ান পৌর এলাকার মিরু দেওয়ানের ছোট ছেলে। ব্যক্তি জীবনে তার স্ত্রী ও এক বছর বয়সী এক কন্যাসন্তান রয়েছে।

আরও পড়ুনঃ  ৪৮ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ, সারা দেশে বজ্রবৃষ্টির পূর্বাভাস

নিহতের বাবা মিরু দেওয়ান জানান, তার দুই ছেলে ও দুই মেয়ে। ছোট ছেলে সোহাগের শ্বাসনালিতে ক্যান্সার ধরা পড়ায় চিকিৎসার জন্য সে ইতালি যায়। ইতালির হাসপাতালের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষ জানিয়েছেন সোহাগের শ্বাসনালির ১৫ শতাংশ আক্রান্ত হয়েছে। ওষুধে সুস্থ হয়ে যাবেন।

তিনি আরও জানান, কাগজপত্র ঠিক করে সোহাগের মরদেহ দেশে আনার জন্য তার বড় ছেলে বাবলু দেওয়ান কাজ করছেন।

সোহাগের বড় বোন আয়েশা বলেন, সোহাগের দীর্ঘদিনের স্বপ্ন ছিল ইতালি যাওয়ার। তবে তার মূল উদ্দেশ্য ছিল শ্বাসনালির চিকিৎসা করানো।

আরও পড়ুনঃ  বাংলাদেশের বন্যা নিয়ে ঠাট্টা, জি মিডিয়ার ওয়েবসাইট হ্যাকড

সেই স্বপ্নপূরণে ২০২৫ সালের ৫ ফেব্রুয়ারি বৈধপথে স্পন্সর ভিসার জন্য আবেদন করেন সোহাগ দেওয়ান। একই বছরের ২ জুলাই তার ওয়ার্ক পারমিট (নোলাওস্তা) ইস্যু হয় ইতালিতে। পরবর্তী সময়ে ১৭ জুলাই ঢাকায় ইতালীয় দূতাবাসের ভিসা অফিস, ভিএফএস গ্লোবালে জমা দেন ভিসার আবেদনপত্র। মাত্র ১০ দিনের মধ্যে, ২৮ জুলাই হাতে পান ইতালির ভিসা।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ