ভারত ও চীনের মধ্যে সঠিক কৌশল অবলম্বনের মাধ্যমে বোঝাপাড়া প্রতিষ্ঠা করা উচিত এবং একে অপরকে শত্রু না ভেবে অংশীদার ভাবাব উচিত বলে জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। সোমবার (১৮ আগস্ট) তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে এ কথা বলেন। খবর রয়টার্স
দিল্লিতে আয়োজিত ওই বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের সাথে সৌহার্দ্যপূর্ণতা এবং পারস্পরিক সুবিধার নীতি বজায় রাখতে প্রস্তুত চীন।
বৈঠকে ভারত ও চীনের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে সীমান্তে শান্তি প্রতিষ্ঠা, বাণিজ্য ও দ্বিপাক্ষিক বিনিময় নিয়েও আলোচনা হয়। যার লক্ষ্য দুই দেশের মধ্যে কৌশলগত সহযোগিতা বাড়ানো।
এস জয়শঙ্কর বলেন, অর্থনীতি, বাণিজ্য, তীর্থযাত্রা, মানুষে মানুষে যোগাযোগ, নদীর তথ্য শেয়ার এবং সীমান্ত বাণিজ্যসহ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে।
তিনি আরও বলেন, এই আলোচনা ভারত ও চীনের মধ্যে একটি স্থিতিশীল, সহযোগিতামূলক এবং ভবিষ্যতমুখী সম্পর্ক গড়ে তুলতে সহায়তা করবে।
চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, সকল ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধি নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া ভারত ও চীন যেন অন্যান্য উন্নয়নশীল দেশের জন্য ঐক্যবদ্ধ হওয়া এবং নিজেদের শক্তিশালী করার ক্ষেত্রে উদাহরণ স্থাপন করে সে বিষয়েও আলোচনা হয়।
এদিকে সোমবার দুই দিনের সফরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছান চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। এই সফরে তিনি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে সীমান্ত বৈঠকের ২৪তম দফা আলোচনা করবেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও সাক্ষাৎ করবেন।